ফ্যাক্টচেক ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কিত একটি লেখা ফেসবুকে বেশ কিছু গ্রুপ ও পেজে পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা হচ্ছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টেই অনুষ্ঠিত হবে, কোনোমতেই আর পেছাবে না পরীক্ষা-ঢাবি ডিনস কমিটি’।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১, উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার, এইচএসসি+এডমিশন টেস্ট হেল্পলাইন, অ্যাডমিশন ক্যান্ডিডেট ২০২০-২১, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১-এ রকম অন্তত ২০টি গ্রুপে পোস্টটি খুঁজে পাওয়া গেছে।
ফ্যাক্টচেক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছিল। গত ২৯ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় ৩১ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে চলমান লকডাউন ও করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা নিয়ে গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছেন উপাচার্য। গত ৪ জুলাই প্রকাশিত অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত একটি 'ফ্যাক্টচেক' প্রতিবেদনে উপাচার্য বলেন, ‘তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। পরীক্ষা যথাসময়ে হবে নাকি পেছানো হবে সেটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে দাবি করা হলেও সাম্প্রতিক ডিনস কমিটি বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পদাধিকারবলে তিনি ডিনস কমিটির সভায় সভাপতিত্ব করে থাকেন।
যোগাযোগ করলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘সম্প্রতি আমাদের একটি মিটিং হয়েছে তবে সেটি অন্য বিষয়ে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলাপ হয়নি। করোনার কারণে সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই মুহূর্তে ভর্তি পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কোনো উপায় নেই। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ঢাবির ভর্তি পরীক্ষার তারিখগুলো আর কোনোমতেই পেছানো হবে না তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে ভর্তি পরীক্ষার সময়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কিত একটি লেখা ফেসবুকে বেশ কিছু গ্রুপ ও পেজে পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা হচ্ছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টেই অনুষ্ঠিত হবে, কোনোমতেই আর পেছাবে না পরীক্ষা-ঢাবি ডিনস কমিটি’।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১, উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার, এইচএসসি+এডমিশন টেস্ট হেল্পলাইন, অ্যাডমিশন ক্যান্ডিডেট ২০২০-২১, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১-এ রকম অন্তত ২০টি গ্রুপে পোস্টটি খুঁজে পাওয়া গেছে।
ফ্যাক্টচেক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছিল। গত ২৯ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় ৩১ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে চলমান লকডাউন ও করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা নিয়ে গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছেন উপাচার্য। গত ৪ জুলাই প্রকাশিত অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত একটি 'ফ্যাক্টচেক' প্রতিবেদনে উপাচার্য বলেন, ‘তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। পরীক্ষা যথাসময়ে হবে নাকি পেছানো হবে সেটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে দাবি করা হলেও সাম্প্রতিক ডিনস কমিটি বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পদাধিকারবলে তিনি ডিনস কমিটির সভায় সভাপতিত্ব করে থাকেন।
যোগাযোগ করলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘সম্প্রতি আমাদের একটি মিটিং হয়েছে তবে সেটি অন্য বিষয়ে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলাপ হয়নি। করোনার কারণে সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই মুহূর্তে ভর্তি পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কোনো উপায় নেই। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ঢাবির ভর্তি পরীক্ষার তারিখগুলো আর কোনোমতেই পেছানো হবে না তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে ভর্তি পরীক্ষার সময়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১০ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫