ফ্যাক্টচেক ডেস্ক
বরিশালে চলন্ত বাসে বিএনপির একজন নেতা এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে; এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। রাতে চলন্ত বাসের মধ্যে এক যুবকের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে ওই ভিডিওতে।
‘That kind of love’ নামের ফেসবুক পেজ থেকে গত সোমবার দিবাগত রাত (৬ মে) ৩টা ৫৫ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে লেখা, ‘চলন্ত বাসে কট খেলেন, বরিশালের বিএনপি নেতা।’ (বানান অপরিবর্তিত)
৫০ সেকেন্ডের ভিডিওটি আজ বুধবার (৭ মে) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ২০ হাজারবার দেখা হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ১৭৪টি এবং শেয়ার হয়েছে ১৬৬ বার।
Tilottama Sikdar, আওয়ামি লীগের রিজার্ভ পোজ ও Appel Mahmud Sohel নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইংরেজিতে প্রকাশিত ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকমের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২১ সালের ১ জুলাই প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবকের মুখমণ্ডল, বসার সিট, বাসের কাঠামোর সাদৃশ্য রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের জুন মাসের শেষের দিকে ভারতের উত্তরপ্রদেশ থেকে লক্ষ্ণৌ যাত্রার সময় যাত্রীরা একটি চলন্ত বাসের ভেতরে কন্ডাক্টর ও এক তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং তা ক্যামেরায় দৃশ্যধারণ করেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেখানকার আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ সেই বাসের চালক এবং কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে চুক্তি বাতিল করে দেয়।
একই তথ্যে এই দৃশ্য ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইংরেজি ভাষার স্থানীয় সংবাদমাধ্যম লোকমাত টাইমসে ২০২৩ সালের ১ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনেও পাওয়া যায়।
সুতরাং, বরিশালে চলন্ত বাসে বিএনপির একজন নেতা এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর যুবক বিএনপির কেউ নন। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের জুনের শেষ দিকে ভারতের উত্তর প্রদেশে চলন্ত বাসের ঘটনা এটি।
বরিশালে চলন্ত বাসে বিএনপির একজন নেতা এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে; এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। রাতে চলন্ত বাসের মধ্যে এক যুবকের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে ওই ভিডিওতে।
‘That kind of love’ নামের ফেসবুক পেজ থেকে গত সোমবার দিবাগত রাত (৬ মে) ৩টা ৫৫ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে লেখা, ‘চলন্ত বাসে কট খেলেন, বরিশালের বিএনপি নেতা।’ (বানান অপরিবর্তিত)
৫০ সেকেন্ডের ভিডিওটি আজ বুধবার (৭ মে) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ২০ হাজারবার দেখা হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ১৭৪টি এবং শেয়ার হয়েছে ১৬৬ বার।
Tilottama Sikdar, আওয়ামি লীগের রিজার্ভ পোজ ও Appel Mahmud Sohel নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইংরেজিতে প্রকাশিত ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকমের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২১ সালের ১ জুলাই প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবকের মুখমণ্ডল, বসার সিট, বাসের কাঠামোর সাদৃশ্য রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের জুন মাসের শেষের দিকে ভারতের উত্তরপ্রদেশ থেকে লক্ষ্ণৌ যাত্রার সময় যাত্রীরা একটি চলন্ত বাসের ভেতরে কন্ডাক্টর ও এক তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং তা ক্যামেরায় দৃশ্যধারণ করেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেখানকার আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ সেই বাসের চালক এবং কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে চুক্তি বাতিল করে দেয়।
একই তথ্যে এই দৃশ্য ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইংরেজি ভাষার স্থানীয় সংবাদমাধ্যম লোকমাত টাইমসে ২০২৩ সালের ১ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনেও পাওয়া যায়।
সুতরাং, বরিশালে চলন্ত বাসে বিএনপির একজন নেতা এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর যুবক বিএনপির কেউ নন। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের জুনের শেষ দিকে ভারতের উত্তর প্রদেশে চলন্ত বাসের ঘটনা এটি।
রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৬ ঘণ্টা আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৪ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
১৬ দিন আগেপিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার ও তাঁর ভাবি মৌকলি বেগমকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
১৬ দিন আগে