ফ্যাক্টচেক ডেস্ক
অভিনন্দন! আমাদের জরিপের জন্য নির্বাচিত হয়ে আপনি খুব ভাগ্যবান। মাত্র এক মিনিটের মধ্যে আপনার কাছে একটি আশ্চর্যজনক গ্র্যান্ড প্রাইজ পাওয়ার সুযোগ থাকবে। সমর্থকদের জন্য দুর্দান্ত পুরষ্কার! আপনার কেবল আছে 1 মিনিট এবং 02 সেকেন্ড, জরিপে অংশ নিন! পুরষ্কারের সংখ্যা সীমিত! ইনবক্সে আসছে ভয়ংকর ম্যালওয়্যার, ক্লিক করলেই বিপদ!
পরিচিত কারও থেকে ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আসতে পারে কোনও ইউআরএল। ইউনিফর্ম রিসোর্স লোকেটর কী পাঠিয়েছে, জরুরি কিনা ভেবে লিংকে ক্লিক করলেই বিপদে পড়বেন। আপনার মোবাইলের সব কন্টাক্ট, ছবিসহ বিভিন্ন তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে। তারপর তারা কী ধরনের অনিষ্ট করবে সেটা অনুমান করাও কঠিন। গত তিন-চার দিন ধরে এমনই একটি ম্যালওয়্যার ঘুরছে বিভিন্ন ইনবক্সে।
জরিপে অংশ নিয়ে আইফোন ১২ পাওয়ার আশায় অনেকেই একটি লিংক হোয়াটসঅ্যাপ মেসেজে শেয়ার করছেন। পরিচিত কারও কাছ থেকে এসেছে এই বিশ্বাসে ক্লিক করে অনেকেই খোয়াচ্ছে তাদের প্রযুক্তিগত গোপনীয়তা।
দারেজ (Darez) নামের একটি লিংক যাচ্ছে যোগাযোগভিত্তিক ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে। হঠাৎ দেখলে মনে হবে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ থেকে কোনও ম্যাসেজ বা লিংক এসেছে। ম্যাসেজের শুরুতেই লেখা থাকছে, ‘Darez সমর্থকদের উপহার প্রদান। প্রত্যেকের জন্য বিনামূল্যে উপহার। তারপর নিচে একটি ইউআরএল।’ বিশেষভাবে খেয়াল না করলে মনে হবে এটা দারাজ থেকে এসেছে। আর হ্যাকার গ্রুপ এই সুযোগটাই নিয়েছে। দারাজ বানান সামান্য এদিক-ওদিক করে এই চাতুরতার আশ্রয় নিয়েছে হ্যাকাররা। যদিও কিছু কিছু ম্যাসেজে দারাজের লোগোও থাকছে।
প্রসঙ্গত, উইকিপিডিয়া বলছে, ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যারের (ক্ষতিকর সফটওয়্যার) সংক্ষিপ্ত রূপ। এটা হলো এক জাতীয় সফটওয়্যার যা কম্পিউটার অথবা মোবাইলের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনও সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধভাবে প্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার হয়। তথ্য চুরি করা কিংবা ব্যবহারকারীর অজ্ঞাতসারে তার ওপর চরসুলভ নজরদারি করার উদ্দেশে ম্যালওয়্যার গোপনভাবেও কাজ করে চলতে পারে।
এই লিংকে ক্লিক করলে ম্যালওয়্যারটি মোবাইল ফোনের কন্টাক্ট লিস্ট, আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা, লোকেশন, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণে নিয়ে যেকোনও ধরনের অনিষ্ট ঘটাতে পারে। কন্টাক্ট লিস্ট নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহারকারীর পরিচিতদের ইনবক্সে এই লিংকটি পাঠিয়ে দিতে পারে। আর পরিচিতজনের কাছ থেকে এমন লিংক এলে এবং হঠাৎ করে তা যদি দারাজের মনে হয় তাহলে যে কেউ লিংকে ক্লিক করবে। বিশ্বাসযোগ্য সোর্স বা পরিচিতজন ছাড়া কোনও লিংক কেউ পাঠালে ব্যবহারকারীর তাতে ক্লিক করা উচিত নয়।
ফ্যাক্ট চেক বিভাগ অনুসন্ধানের অংশ হিসেবে লিংকটিতে ঢুকেছিল। সেখানে আই ফোন ১২ সংক্রান্ত ৪ টি প্রশ্ন রাখা আছে। আই ফোন ১২ কে তারা টপ হিসেবে ব্যবহার করেছে। দারাজের অফার হলেও ওয়েবসাইটটি দারাজের নয়।
প্রকৃতপক্ষে এই লিংক তৈরি করা হয়েছে Darez নাম দিয়ে। কিন্তু দারাজের লোগো ব্যবহার করায় তা সহজে চোখে পড়ে না।
সব শেষ ধাপে কিছু মানুষের আইডি দিয়ে কমেন্ট যোগ করা আছে। কমেন্টকারীরা এই অফারের গুণগান গেয়েছে। কিন্তু এই আইডিগুলোর একটিও প্রকৃত আইডি না।
দারাজের আসল ওয়েবসাইটে গিয়ে এ ধরণের কোন অফারের কথা খুঁজে পাওয়া যায়নি।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা মোবাইলের ম্যাসেজে এরকম লিংক আসলে তা ক্লিক করার আগে ভালো করে দেখে নেয়া জরুরি। হোয়াটসএপ এ অনেকের কাছে আসা এই লিংকটি প্রতারণামূলক।
অভিনন্দন! আমাদের জরিপের জন্য নির্বাচিত হয়ে আপনি খুব ভাগ্যবান। মাত্র এক মিনিটের মধ্যে আপনার কাছে একটি আশ্চর্যজনক গ্র্যান্ড প্রাইজ পাওয়ার সুযোগ থাকবে। সমর্থকদের জন্য দুর্দান্ত পুরষ্কার! আপনার কেবল আছে 1 মিনিট এবং 02 সেকেন্ড, জরিপে অংশ নিন! পুরষ্কারের সংখ্যা সীমিত! ইনবক্সে আসছে ভয়ংকর ম্যালওয়্যার, ক্লিক করলেই বিপদ!
পরিচিত কারও থেকে ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আসতে পারে কোনও ইউআরএল। ইউনিফর্ম রিসোর্স লোকেটর কী পাঠিয়েছে, জরুরি কিনা ভেবে লিংকে ক্লিক করলেই বিপদে পড়বেন। আপনার মোবাইলের সব কন্টাক্ট, ছবিসহ বিভিন্ন তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে। তারপর তারা কী ধরনের অনিষ্ট করবে সেটা অনুমান করাও কঠিন। গত তিন-চার দিন ধরে এমনই একটি ম্যালওয়্যার ঘুরছে বিভিন্ন ইনবক্সে।
জরিপে অংশ নিয়ে আইফোন ১২ পাওয়ার আশায় অনেকেই একটি লিংক হোয়াটসঅ্যাপ মেসেজে শেয়ার করছেন। পরিচিত কারও কাছ থেকে এসেছে এই বিশ্বাসে ক্লিক করে অনেকেই খোয়াচ্ছে তাদের প্রযুক্তিগত গোপনীয়তা।
দারেজ (Darez) নামের একটি লিংক যাচ্ছে যোগাযোগভিত্তিক ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে। হঠাৎ দেখলে মনে হবে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ থেকে কোনও ম্যাসেজ বা লিংক এসেছে। ম্যাসেজের শুরুতেই লেখা থাকছে, ‘Darez সমর্থকদের উপহার প্রদান। প্রত্যেকের জন্য বিনামূল্যে উপহার। তারপর নিচে একটি ইউআরএল।’ বিশেষভাবে খেয়াল না করলে মনে হবে এটা দারাজ থেকে এসেছে। আর হ্যাকার গ্রুপ এই সুযোগটাই নিয়েছে। দারাজ বানান সামান্য এদিক-ওদিক করে এই চাতুরতার আশ্রয় নিয়েছে হ্যাকাররা। যদিও কিছু কিছু ম্যাসেজে দারাজের লোগোও থাকছে।
প্রসঙ্গত, উইকিপিডিয়া বলছে, ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যারের (ক্ষতিকর সফটওয়্যার) সংক্ষিপ্ত রূপ। এটা হলো এক জাতীয় সফটওয়্যার যা কম্পিউটার অথবা মোবাইলের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনও সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধভাবে প্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার হয়। তথ্য চুরি করা কিংবা ব্যবহারকারীর অজ্ঞাতসারে তার ওপর চরসুলভ নজরদারি করার উদ্দেশে ম্যালওয়্যার গোপনভাবেও কাজ করে চলতে পারে।
এই লিংকে ক্লিক করলে ম্যালওয়্যারটি মোবাইল ফোনের কন্টাক্ট লিস্ট, আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা, লোকেশন, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণে নিয়ে যেকোনও ধরনের অনিষ্ট ঘটাতে পারে। কন্টাক্ট লিস্ট নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহারকারীর পরিচিতদের ইনবক্সে এই লিংকটি পাঠিয়ে দিতে পারে। আর পরিচিতজনের কাছ থেকে এমন লিংক এলে এবং হঠাৎ করে তা যদি দারাজের মনে হয় তাহলে যে কেউ লিংকে ক্লিক করবে। বিশ্বাসযোগ্য সোর্স বা পরিচিতজন ছাড়া কোনও লিংক কেউ পাঠালে ব্যবহারকারীর তাতে ক্লিক করা উচিত নয়।
ফ্যাক্ট চেক বিভাগ অনুসন্ধানের অংশ হিসেবে লিংকটিতে ঢুকেছিল। সেখানে আই ফোন ১২ সংক্রান্ত ৪ টি প্রশ্ন রাখা আছে। আই ফোন ১২ কে তারা টপ হিসেবে ব্যবহার করেছে। দারাজের অফার হলেও ওয়েবসাইটটি দারাজের নয়।
প্রকৃতপক্ষে এই লিংক তৈরি করা হয়েছে Darez নাম দিয়ে। কিন্তু দারাজের লোগো ব্যবহার করায় তা সহজে চোখে পড়ে না।
সব শেষ ধাপে কিছু মানুষের আইডি দিয়ে কমেন্ট যোগ করা আছে। কমেন্টকারীরা এই অফারের গুণগান গেয়েছে। কিন্তু এই আইডিগুলোর একটিও প্রকৃত আইডি না।
দারাজের আসল ওয়েবসাইটে গিয়ে এ ধরণের কোন অফারের কথা খুঁজে পাওয়া যায়নি।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা মোবাইলের ম্যাসেজে এরকম লিংক আসলে তা ক্লিক করার আগে ভালো করে দেখে নেয়া জরুরি। হোয়াটসএপ এ অনেকের কাছে আসা এই লিংকটি প্রতারণামূলক।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৪ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৭ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২১ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২২ দিন আগে