ফ্যাক্টচেক ডেস্ক
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভাষণের অংশবিশেষ ফেসবুকে ভাইরাল হয়েছে। শিরোনামে লেখা হচ্ছে, ‘ক্ষমতায় থেকে মানুষ হত্যার কথা মুখ ফসকে বলে দিলেন সজীব ওয়াজেদ জয়’। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ভিডিও অন্তত ৫০০টি আইডি থেকে শেয়ার করা হয়েছে। দেখেছেন ও রিঅ্যাক্ট করেছেন লাখ লাখ মানুষ। মন্তব্য পড়ে বোঝা যায়, অনেকেই ভিডিওটিতে প্রচারিত বক্তব্য বিশ্বাস করছেন।
ফ্যাক্টচেক
১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে—সজীব ওয়াজেদ জয় তাঁর বক্তব্যে বলছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ হত্যা করে, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে বাংলাদেশ এগিয়ে যায়।’ ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা–কর্মীকে মঞ্চে বসে জয়ের বক্তব্য শুনতে দেখা যাচ্ছে।
আমরা রিভার্স সার্চ পদ্ধতিতে ভিডিওটির উৎস খুঁজে বের করি। টিবিএন২৪ নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাই, যা ২০১৪ সালের ১২ অক্টোবর আপলোড করা হয়। ভিডিওটি ৫ লাখ ৭০ হাজার ৫৩৫ বার দেখা হয়েছে। এই ভিডিওর ৫ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ৫ মিনিট ৫২ সেকেন্ড সময়কালে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যায়, সম্প্রতি ভাইরাল হওয়া খণ্ডিত ভিডিওটি এখান থেকেই নেওয়া। তবে এটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়, ‘বিএনপি সন্ত্রাসী ও জঙ্গিদের দল; নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা সভায় শেখ হাসিনা’। ওই প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ওই সভা থেকেই নেওয়া।
তবে ভিডিওর এই বিকৃতি সাম্প্রতিক নয়। ২০১৮ সালের ৩০ এপ্রিল ‘মেজর ডালিম’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছিল, যা ৬ লাখ মানুষ দেখেছিলেন এবং ২৬ হাজার মানুষ শেয়ার করেছিলেন।
সিদ্ধান্ত
সজীব ওয়াজেদ জয় ২০১৪ সালে নিউইয়র্কে শেখ হাসিনাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় বলেছিলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভাইরাল হওয়া ভিডিওটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভাষণের অংশবিশেষ ফেসবুকে ভাইরাল হয়েছে। শিরোনামে লেখা হচ্ছে, ‘ক্ষমতায় থেকে মানুষ হত্যার কথা মুখ ফসকে বলে দিলেন সজীব ওয়াজেদ জয়’। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ভিডিও অন্তত ৫০০টি আইডি থেকে শেয়ার করা হয়েছে। দেখেছেন ও রিঅ্যাক্ট করেছেন লাখ লাখ মানুষ। মন্তব্য পড়ে বোঝা যায়, অনেকেই ভিডিওটিতে প্রচারিত বক্তব্য বিশ্বাস করছেন।
ফ্যাক্টচেক
১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে—সজীব ওয়াজেদ জয় তাঁর বক্তব্যে বলছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ হত্যা করে, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে বাংলাদেশ এগিয়ে যায়।’ ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা–কর্মীকে মঞ্চে বসে জয়ের বক্তব্য শুনতে দেখা যাচ্ছে।
আমরা রিভার্স সার্চ পদ্ধতিতে ভিডিওটির উৎস খুঁজে বের করি। টিবিএন২৪ নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাই, যা ২০১৪ সালের ১২ অক্টোবর আপলোড করা হয়। ভিডিওটি ৫ লাখ ৭০ হাজার ৫৩৫ বার দেখা হয়েছে। এই ভিডিওর ৫ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ৫ মিনিট ৫২ সেকেন্ড সময়কালে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যায়, সম্প্রতি ভাইরাল হওয়া খণ্ডিত ভিডিওটি এখান থেকেই নেওয়া। তবে এটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়, ‘বিএনপি সন্ত্রাসী ও জঙ্গিদের দল; নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা সভায় শেখ হাসিনা’। ওই প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ওই সভা থেকেই নেওয়া।
তবে ভিডিওর এই বিকৃতি সাম্প্রতিক নয়। ২০১৮ সালের ৩০ এপ্রিল ‘মেজর ডালিম’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছিল, যা ৬ লাখ মানুষ দেখেছিলেন এবং ২৬ হাজার মানুষ শেয়ার করেছিলেন।
সিদ্ধান্ত
সজীব ওয়াজেদ জয় ২০১৪ সালে নিউইয়র্কে শেখ হাসিনাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় বলেছিলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভাইরাল হওয়া ভিডিওটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৬ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৯ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৩ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৪ দিন আগে