Ajker Patrika

সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা

নওগাঁর বদলগাছীতে সড়ক ও জনপদের (সওজ) জায়গা দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। প্রশাসন নীরব থাকার কারণে স্থানীয়দের মধ্যে একধরনের চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বদলগাছীর পাহাড়পুর ইউনিয়নের বদলগাছী-পাহাড়পুর রোডে পাহাড়পুর বাজারের প্রবেশপথে আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে নির্মাণ করা হচ্ছে স্থাপনা। সওজের জায়গা দখল করে ইট দিয়ে স্থায়ী দোকানঘর নির্মাণ করছেন পাহাড়পুর বাজারের করাতকল মালিক জলিল হোসেন ও মিনহাজুল ইসলাম নামের দুজন প্রভাবশালী ব্যবসায়ী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, পাহাড়পুর বাজারের প্রবেশপথে সড়কের পূর্ব পাশের সরকারি জায়গা দখল করে করাতকল মালিক জলিল ও মিনহাজুল ইট দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন। এতে সরকারের লাখ লাখ টাকার এ সম্পত্তি বেদখল হচ্ছে। তাঁদের সম্পর্কে তেমন কিছু বলতে পারেন না তাঁরা। কারণ, তাঁদের সঙ্গে ক্ষমতাশালী একাধিক ব্যক্তির সখ্য রয়েছে।

বদলগাছী ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাহাড়পুর ইউনিয়নের বিশপাড়া মৌজায় ১ নম্বর খাস খতিয়ানে ২৯৭ নম্বর দাগে সড়ক ও জনপদের জায়গায়।

দোকান নির্মাণকারী জলিল হোসেন বলেন, ‘আমার জায়গায় দোকান নির্মাণ করার সময় কিছু জায়গা কম হওয়ার কারণে সওজের জায়গার মধ্যে নির্মাণাধীন দোকানের কিছু অংশ চলে গেছে।’

নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নির্মাণকাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দিয়ে জানানো হয়েছে। তারপরও যদি তাঁরা সওজের জায়গায় স্থাপনা নির্মাণ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত