Ajker Patrika

পিআইসির সভা বর্জন চেয়ারম্যানদের

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫: ৫৯
পিআইসির সভা বর্জন চেয়ারম্যানদের

শাল্লায় হাওর রক্ষা বাঁধের কাজের (পিআইসি) সভা বর্জন করলেন উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা শুরু হলে চেয়ারম্যানদের মতামত না নিয়ে পিআইসি তালিকা গঠন করা হয়। এ সময় চার ইউপির চেয়ারম্যান এই সভা বর্জন করেন।

চেয়ারম্যানেরা হলেন, আটগাঁও ইউপির আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপির বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপির বিধান চৌধুরী, শাল্লা ইউপির জামান চৌধুরী।

চেয়ারম্যানদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়ুম গোপনে তালিকা তৈরি করেছে। যা নীতিমালার বহির্ভূত। কমিটির সকল সদস্য ও উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে প্রকৃত কৃষকদের নিয়ে পিআইসি গঠন করতে হয়। কিন্তু তা না করে টাকার বিনিময়ে কৃষক ছাড়াই পিআইসি তালিকা করা হয়েছে। আর প্রত্যেকটি ইউনিয়নে তাঁরা চক্র তৈরি করে রাতের আঁধারে পিআইসি তালিকা তৈরি করেছে। তাঁদের এই দুর্নীতির সঙ্গে একমত পোষণ না করে সভা বয়কট করেছেন বলে জানান তাঁরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মুক্তাদির হোসেন বলেন, ‘চেয়ারম্যানেরা সভায় আসেনি। না এসে কীভাবে সভা বয়কট করা হয় সেটা আমি জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত