Ajker Patrika

বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ১৮
বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের তিনটি পরিবার। গত রোববার রাতে বাঁশের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেন একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ভরসা।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। গত বছরও মোহাম্মদ আলী নিজের জায়গা দাবি করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালে স্থানীয়ভাবে সালিস বৈঠকের পর রাস্তা খুলে দেওয়া হয়েছিল। গত রোববার আবারও রাস্তায় বেড়া দেন মোহাম্মদ আলী। এতে করে তিনটি পরিবারের যাতায়াতের পথটি বন্ধ হয়ে গেছে।

মোহাম্মদ আলীর মুঠোফোনে কল দেওয়া হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষকে থানায় ডাকা হয়েছে। কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত