Ajker Patrika

দলীয় মনোনয়ন পেতে তদবির

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ০৭
দলীয় মনোনয়ন পেতে তদবির

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার পর থেকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ও তদবির শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। অনেক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

নৌকা পেতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। তবে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, ত্যাগী ও তৃণমূলে জনপ্রিয় নেতারা মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা সম্ভাব্য প্রার্থীদের।

তফসিল সূত্রে জানা গেছে, দুই উপজেলার ১০টি ইউপিতে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় মিছিল-মিটিং, ব্যানার-ফেস্টুন ও শোভাযাত্রা করেছেন নিয়মিত।

দলীয় সূত্রে জানা গেছে, দুই উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৫৭ জন প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন।

প্রার্থীরা বলছেন, দলীয় প্রধান শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তাঁর পক্ষে নির্বাচনী মাঠে কাজ করা হবে। তবে সৎ, যোগ্য ও তৃণমূলের গ্রহণযোগ্য প্রার্থীকে দল মনোনয়ন দেবেন বলে আশাবাদী তাঁরা।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী বলেন, ‘চার ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একাধিক সিভি জমা পড়েছে। কেন্দ্রীয় কমিটি যাদের মনোনয়ন দেবেন আমরা তাঁর পক্ষেই কাজ করব।’

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, ‘সৎ, আদর্শবান, স্থানীয়ভাবে জনপ্রিয় প্রার্থীদের দল মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশাবাদী। যোগ্য ব্যক্তিদের মনোনয়ন করা গেলে ছয় ইউপিতে নৌকা বিজয়ী হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত