Ajker Patrika

প্রতারণা করতে চাকরি নিতেন শাহরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ০১
প্রতারণা করতে চাকরি নিতেন শাহরুল

প্রথম দেখায় সুদর্শন এই যুবককে উচ্চশিক্ষিতই মনে হবে। এটাকে পুঁজি করেই অভিনব প্রতারণা শুরু করেন শাহরুল ইসলাম পারভেজ। বিভিন্ন অ্যাপার্টমেন্টের ম্যানেজার হিসেবে চাকরি নিতেন। এরপর অ্যাপার্টমেন্টের বিভিন্ন বিল ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করতেন। এ জন্য টাকা জমা দেওয়ার প্রমাণ হিসেবে ভুয়া স্লিপ পৌঁছে দিতেন অর্থদাতার কাছে। মোটা অঙ্কের টাকা নিয়ে হঠাৎ আত্মগোপনে চলে যান পারভেজ। অবশেষে এই প্রতারক পুলিশের হাতে ধরা পড়েছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি (পশ্চিম) জিয়াউর রহমান। জিয়া বলেন, সম্প্রতি কাকরাইলে আইরিস নুরজাহান অ্যাপার্টমেন্টে চাকরি নিয়ে প্রতারণা করে আত্মগোপনে চলে যান শাহরুল। পরে অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে পারভেজ তেজগাঁও কুনিপাড়া রোজা গ্রিন অ্যাপার্টমেন্টে চাকরি নিয়েছিলেন।

জিয়াউর রহমান বলেন, শাহরুল পেশায় একজন মেস মালিক। তিনি বিভিন্ন ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস ভাড়া দিয়েও এমন প্রতারণা করে আসছিলেন। পারভেজ এইচএসসি পাস কিন্তু তাঁর ছোট ভাইয়ের মাস্টার্স পাসের সার্টিফিকেট, ভুয়া এনআইডি, বিভিন্ন অ্যাপার্টমেন্টের ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতার ভুয়া সনদ দিয়ে চাকরি নিতেন শাহরুল।

জিয়াউর রহমান আরও বলেন, শাহরুলকে গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে জড়িত আরও কয়েকজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত