Ajker Patrika

বিজয় দিবস উপলক্ষে টেনিস প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
বিজয় দিবস উপলক্ষে টেনিস প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের টেবিল টেনিস গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টেবিল টেনিস আম্পায়ার ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি মাসুদুর রহমান বাবু। বিশেষ অতিথি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা প্রমুখ।

প্রতিযোগিতায় বালিকা (একক), বালক (একক) ও পুরুষ (একক) ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বালিকা এককে বিজয়ী হন মিথিলা, দ্বিতীয় স্থান অধিকার করেন মনন, তৃতীয় স্থান অধিকার করেন স্বর্না ও চতুর্থ স্থান অধিকার করেন মাইশা। বালক (একক) বিজয়ী হন আশরাফ রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন আজমাইন। পুরুষ (একক) এ বিজয়ী হন মো. রাসেল, দ্বিতীয় স্থান অধিকার করেন স্যাম্পুল, তৃতীয় স্থান অধিকার করেন রাসেল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত