নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় আলোচিত সহিংসতার দেড় বছর পর ফুকরা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। গত শনিবার বিকেলে প্রশাসনের অনুমতি নিয়ে দোকানগুলো খোলেন ব্যবসায়ীরা।
জানা গেছে, ২০২১ সালের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে দুই আনসার সদস্য ও অফিস সহকারীকে নিয়ে তৎকালীন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি স্থানীয় ফুকরা বাজারে যান।
তখন গাড়ি থেকে নেমে আনসার সদস্যরা বাজারের কয়েকজনকে লাঠিপেটা করেন। তখন বাজারে লোকজনের সঙ্গে আনসার সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এই অবস্থায় সহকারী কমিশনার ওই স্থান থেকে ফিরে আসেন এবং সেখানে তৎকালীন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায়।
পরে ছড়িয়ে এলাকার হাজারো মানুষ সালথা থানা ঘেরাও করে। সেই সঙ্গে সালথা উপজেলা পরিষদ, থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাবরেজিস্ট্রি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে সালথা থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর, বোয়ালমারী, ভাঙ্গা ও নগরকান্দা পুলিশ এবং র্যাব ও আনসার সদস্যরা যৌথভাবে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট সদস্যসহ আহত হন ২০ জন। আহতদের মধ্যে জুবায়ের হোসেন (২৫) ও মিরান মোল্লা (৩৫) নামের দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফুকরা বাজারের ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘সালথায় আলোচিত সহিংসতার ঘটনায় আমাদের বাজারটি বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এই বাজারে শতাধিক বিভিন্ন দোকানপাট রয়েছে। বাজারটি বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েন। দীর্ঘদিন পরে হলেও বাজারটি খুলে দেওয়ায় প্রশাসনকে ধন্যবান জানানো হয়।
সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, প্রায় দেড় বছর বন্ধ থাকার পর প্রশাসনের অনুমতি নিয়ে ফুকরা বাজারের দোকানপাট খোলা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা এখন নিয়মিত দোকান খুলবেন। তবে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড যাতে না ঘটে, সে ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সালথা থানা ওসি মো. শেখ সাদীক বলেন, সালথায় আলোচিত সহিংসতার কারণে ফুকরা বাজারটি প্রায় দেড় বছর বন্ধ ছিল। বাজারের সব ব্যবসায়ীর আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার শর্তে ব্যবসায়ীদের মুচলেকা নিয়ে বাজারটি খুলে দেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ীরা আর কোনো মারামারি বা সহিংসতা করবেন না মর্মে অঙ্গীকার করেছেন।
ফরিদপুরের সালথায় আলোচিত সহিংসতার দেড় বছর পর ফুকরা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। গত শনিবার বিকেলে প্রশাসনের অনুমতি নিয়ে দোকানগুলো খোলেন ব্যবসায়ীরা।
জানা গেছে, ২০২১ সালের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে দুই আনসার সদস্য ও অফিস সহকারীকে নিয়ে তৎকালীন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি স্থানীয় ফুকরা বাজারে যান।
তখন গাড়ি থেকে নেমে আনসার সদস্যরা বাজারের কয়েকজনকে লাঠিপেটা করেন। তখন বাজারে লোকজনের সঙ্গে আনসার সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এই অবস্থায় সহকারী কমিশনার ওই স্থান থেকে ফিরে আসেন এবং সেখানে তৎকালীন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায়।
পরে ছড়িয়ে এলাকার হাজারো মানুষ সালথা থানা ঘেরাও করে। সেই সঙ্গে সালথা উপজেলা পরিষদ, থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাবরেজিস্ট্রি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে সালথা থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর, বোয়ালমারী, ভাঙ্গা ও নগরকান্দা পুলিশ এবং র্যাব ও আনসার সদস্যরা যৌথভাবে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট সদস্যসহ আহত হন ২০ জন। আহতদের মধ্যে জুবায়ের হোসেন (২৫) ও মিরান মোল্লা (৩৫) নামের দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফুকরা বাজারের ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘সালথায় আলোচিত সহিংসতার ঘটনায় আমাদের বাজারটি বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এই বাজারে শতাধিক বিভিন্ন দোকানপাট রয়েছে। বাজারটি বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েন। দীর্ঘদিন পরে হলেও বাজারটি খুলে দেওয়ায় প্রশাসনকে ধন্যবান জানানো হয়।
সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, প্রায় দেড় বছর বন্ধ থাকার পর প্রশাসনের অনুমতি নিয়ে ফুকরা বাজারের দোকানপাট খোলা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা এখন নিয়মিত দোকান খুলবেন। তবে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড যাতে না ঘটে, সে ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সালথা থানা ওসি মো. শেখ সাদীক বলেন, সালথায় আলোচিত সহিংসতার কারণে ফুকরা বাজারটি প্রায় দেড় বছর বন্ধ ছিল। বাজারের সব ব্যবসায়ীর আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার শর্তে ব্যবসায়ীদের মুচলেকা নিয়ে বাজারটি খুলে দেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ীরা আর কোনো মারামারি বা সহিংসতা করবেন না মর্মে অঙ্গীকার করেছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪