Ajker Patrika

টাকা লোপাট করা প্রকল্প বাস্তবায়নের নির্দেশ

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০১
টাকা লোপাট করা প্রকল্প বাস্তবায়নের নির্দেশ

পীরগঞ্জে কাজ না করেই বরাদ্দ টাকা লোপাট করে দেওয়া নন-ওয়েজ খাতের তিন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় গত মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন।

তিন প্রকল্পের টাকা আত্মসাৎ করা নিয়ে ১৪ জানুয়ারি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ ২০২০-২১ অর্থবছরে ১৫ ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির আওতায় রাস্তাঘাট সংস্কার করে। পাশাপাশি রাস্তাগুলোর নির্দিষ্ট স্থানে নালা বা ড্রেন ও রিং কালভার্ট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়, যা নন-ওয়েজ খাত নামে পরিচিত।

খাতটির দ্বিতীয় পর্যায়ের অধীনে তিনটি প্রকল্পের কোনো হদিস না থাকলেও গত জুনে ভুয়া ছবি দিয়ে শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে চেক বিতরণ করা হয়। যার পরিমাণ ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের ব্রিজ-কালভার্ট শাখার কার্যসহকারী ইমরান হোসেন সরাসরি জড়িত ছিলেন বলে প্রকল্প সভাপতিরা দাবি করেন। এ সংক্রান্ত খবর প্রকাশের পর পিআইওকে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার নির্দেশ দেন ইউএনও।

যোগাযোগ করা হলে ইউএনও বিরোদা বলেন, ‘বিষয়টি পত্রিকার মাধ্যমে জানতে পেরে উল্লেখিত তিন প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত