Ajker Patrika

ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ৫৪
Thumbnail image

‘মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

মনপুরা (ভোলা) : মনপুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে গতকাল এক আলোচনা সভা হয়। মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সোহেল আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা। বিশেষ অতিথি ছিলেন, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহম্মেদ ও কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি কমান্ডার অঞ্জলি রানী দাস, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুমন ফরাজী প্রমুখ।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্‌যাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে এই ফায়ার সার্ভিস ও ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন থানার ওসি মনির হোসেন। স্টেশন অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাব অফিসার রফিকুল ইসলাম, লিডার খোরশেদ আলম প্রমুখ।

কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানাও ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু শিকদার। আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহীদুল ইসলাম, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা) : বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

দৌলতখান (ভোলা) : বৃহস্পতিবার দৌলতখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত