Ajker Patrika

ফরিদ উদ্দিনকে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৬
Thumbnail image

কানাইঘাট উপজেলার দনা খাসারীপাড়া গ্রামের ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেয়ড় এফআইভিডিবি স্কুলের পাশে জঙ্গল থেকে রামদাটি উদ্ধার করে কানাইঘাট থানা-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার উপপরিদর্শক রাম চন্দ দেব বলেন, ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। রামদা উদ্ধার অভিযানে অংশ নেন কানাইঘাট থানার সেকেন্ডে অফিসার সুহেল মাহমুদ ও এসআই সঞ্জিত কুমার রায়।

গত ৩১ জানুয়ারি বিকেলে মন্তাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে বড়খেয়ড় এফআইভিডিবি স্কুলের পাশে সড়কে ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ফরিদের বাবা রফিক উদ্দিন বাদী হয়ে ২ ফেব্রুয়ারি কানাইঘাট থানায় ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই হত্যার মূল পরিকল্পনাকারী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির নবনির্বাচিত সদস্য নাজিম উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব ৯। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম বলেন, ফরিদ উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িত কয়েকজন আসামি সম্ভবত সীমান্তের ওপারে (ভারতে) চলে গেছে। তবে ওই মামলার আসামি দিলাল উদ্দিন উরফে দিলু ও নেজাম উদ্দিন ওরফে নিজামকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে কানাইঘাট থানা-পুলিশের অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত