Ajker Patrika

বৈকুণ্ঠপুর চা-বাগান আজ চালু হচ্ছে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ৩২
বৈকুণ্ঠপুর চা-বাগান  আজ চালু হচ্ছে

হবিগঞ্জের মাধবপুরের বৈকুন্ঠপুর চা-বাগান দীর্ঘ ৩৯ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে চালু হচ্ছে। বাগানের এক শ্রমিকের ঘর নির্মাণকে কেন্দ্র করে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বন্ধ ছিল এ চা-বাগান।

গতকাল রোববার জেলা প্রশাসক ইশরাত জাহানের কার্যালয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের উপস্থিতিতে সমঝোতার মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়।

শ্রমিকেরা জানান, দিলিপ কিউট নামে এক শ্রমিক তাঁর নামে বরাদ্দ জায়গায় একটি পাকা ঘর নির্মাণ করেন। এতে বাগানের ব্যবস্থাপক বাধা দেন এবং তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেন। বিষয়টি নিয়ে ৭ ডিসেম্বর বাগানের পঞ্চায়েত নেতারা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।

এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শ্রমিক ব্যবস্থাপক সামছুল ইসলাম ভূইয়া ও উপ-ব্যবস্থাপক মো. মহিউদ্দিনকে মারধর করে। এ সময় বাংলো ভাঙচুর করে। ব্যবস্থাপক সামছুল ইসলাম এ ঘটনা বাগান মালিককে জানান। এরপর গত ৯ ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য চা-বাগান বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শ্রমিকদের কাজে না আসতে জানিয়ে দেয়।

এতে বাগানের প্রায় ৫০০ চা-শ্রমিক পরিবার খাদ্য সংকটে পরেন। উনচল্লিশ দিন যাবৎ বাগান বন্ধ থাকায় ক্ষুধার্ত পরিবারগুলো বিপাকে পড়েন।

বৈকুণ্ঠপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি ঘেনু কেউট বলেন, ‘জেলা প্রশাসক, মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিলেন্ডের উপস্থিতিতে শ্রমিক নেতা ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনায় আজ থেকে বাগান চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও আমাদের সমস্যা সমাধানের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত