Ajker Patrika

সুনামগঞ্জের ১৮ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৫১
Thumbnail image

পঞ্চম ধাপে সুনামগঞ্জের তিন উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তফসিল ঘোষণার পরপরই জেলার শাল্লা, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার ১৮ ইউপির চেয়ারম্যানসহ ইউপি সদস্য প্রার্থীরা প্রচারের মাঠ সরব। ইতিমধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি দলটির মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে।

১৮ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যাঁরা: শাল্লা উপজেলার আটগাঁও ইউপির এমদাদুল হক, হবিবপুর ইউপির রণজিৎ কুমার দাস, বাহাড়া ইউপির কাজল কান্তি চৌধুরী, শাল্লা সদর ইউপির মো. ছাত্তার মিয়া।

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউপির সুব্রত সামন্ত সরকার, সাচনাবাজার ইউপির মো. সায়েম পাঠান, ভীমখালী ইউপির আখতারুজ্জামান শাহ, ফেনারবাক ইউপির কাজল চন্দ্র তালুকদার।

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপির মো. সুলতান তালুকদার, পাইকুরহাটি ইউপির এম এম এ রেজা, সুখাইড় রাজাপুর উত্তর ইউপির নাসরিন সুলতানা দিপা, মধ্যনগর ইউপির প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউপির মো. আলমগীর খসরু, বংশীকুন্ড উত্তর ইউপির মো. আব্দুস সত্তার, বংশীকুন্ড দক্ষিণ ইউপির আজিম মাহমুদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপির সেলিম রাজা চৌধুরী, ধর্মপাশা সদর ইউপির মো. জুবায়ের পাশা, জয়শ্রী ইউপির সঞ্জয় রায় চৌধুরী।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সুনামগঞ্জ জেলার ১৮ ইউপি নির্বচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর করে পুনঃতফসিল করা হয়েছে। ভোট গ্রহণ হবে ৫ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত