Ajker Patrika

শ্রীপুরে গাড়িচাপায় পথচারী নিহত

শ্রীপুরে গাড়িচাপায় পথচারী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের নয়নপুর এলাকায় গাড়িচাপায় মো. সাগর মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নয়নপুর এলাকায় জাবের স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাগর ময়মনসিংহের ভালুকা উপজেলার মো. মানিক মিয়ার ছেলে। 

স্থানীয় চা দোকানি সোহেল মিয়া বলেন, ‘আজ দুপুর পৌনে ১২টার দিকে দ্রুতগতির একটি গাড়ি সাগরকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে দেখি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। প্রচুর রক্তক্ষরণ হওয়া ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপার করার সময় এ ঘটনা ঘটেছে। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে, ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত