Ajker Patrika

স্বামীকে মারধর করে দলবদ্ধ ধর্ষণ ২ আসামির রিমান্ড মঞ্জুর

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৪
স্বামীকে মারধর করে দলবদ্ধ ধর্ষণ ২ আসামির রিমান্ড মঞ্জুর

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীকে মারধর করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিক এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়ার মো. রাজিব (২৮) ও চামড়াবো বাজার এলাকার মো. রিফাত হোসেন ওরফে জাফর (২৪)।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী। তিনি সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারীর স্বামী গত রোববার ভৈরব রেলওয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার অজ্ঞাতনামা অপর আসামি (৩০) পলাতক। স্থানীয় লোকজনের ধারণা, পলাতক যুবক ঘোড়াশাল স্টেশন এলাকার আশপাশে বাস করেন।

ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, তাঁর খোঁজে পুলিশ সক্রিয় রয়েছে। তাঁকে গ্রেপ্তারে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত