Ajker Patrika

উল্লাপাড়ায় টানা বৃষ্টিতে সরিষার ক্ষতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২৭
Thumbnail image

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। উল্লাপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঠে মাঠে এখন সরিষার চাষ হয়েছে। প্রথম দিকে সরিষার চাষ ভালো দেখা গিয়েছিল। তবে কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার ১৪টি ইউনিয়নে সরিষার ফল আসার আগেই তা মাটিতে নুয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

এ বিষয়ে উপজেলার দূর্গানগরের ইউনিয়নের রাউতান গ্রামের কৃষক খাইরুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। প্রথম দিকে সরিষার চাষ ভালো দেখা গেলেও গত কয়েক দিনে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সরিষার খেতে হালকা পানি জমেছে। এখন যদি এই পানি না শুকায় আর বৃষ্টি যদি অব্যাহত থাকে তাইলে সরিষা গাছের গোড়া পচে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিতে মাঠের সব সরিষা মাটির সঙ্গে শুয়ে আছে।’

ফল আসার আগেই এমন হওয়ায় বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে কয়েক দিন বৃষ্টি হওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিচু জমিতে পানি জমে থাকলে সরিষার গোড়ায় পচন রোগ দেখা দিতে পারে। তবে এ বিষয়ে প্রতিটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত