Ajker Patrika

নান্দনিক রূপ নিচ্ছে চাঁদপুর

মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর
নান্দনিক রূপ নিচ্ছে চাঁদপুর

‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুর জেলা শহর পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে প্রশস্ত সড়ক, নালা, ফুটপাতসহ নানা সুযোগ-সুবিধা। ‘ক’ শ্রেণির এই পৌরসভাকে নান্দনিক করে গড়ে তুলতে বর্তমান পৌর পরিষদ গত তিন বছরে প্রায় ৭০ কোটি টাকার উন্নয়নকাজ করেছে।

পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান বলেন, আগামী জানুয়ারি পর্যন্ত পৌরসভার শতকোটি টাকার কাজ সম্পন্ন হবে। নির্ধারিত মেয়াদের মধ্যেই সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে শহরকে নান্দনিক করে গড়ে তোলা হবে।

চাঁদপুর পৌরসভার প্রকৌশল শাখাসহ উন্নয়নসংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার বর্তমান মেয়র ২০২০ সালে নির্বাচিত হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের ছয় মাসের সাড়ে সাত কোটি টাকা বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছেন।

বিদ্যুতের পাঁচ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করে ব্যয় সংকোচন করা হয়েছে। সবচেয়ে বেশি বেহাল ছিল সড়ক ও পয়োনালা (ড্রেনেজ) সমস্যা। নিজস্ব অর্থায়নে এরই মধ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে সড়ক, নালা ও ফুটপাত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, আরও উন্নয়নকাজ চলমান রয়েছে।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শামসুদ্দোহা বলেন, বর্তমান মেয়র ২০২০ সালের ২৪ অক্টোবর দায়িত্ব নেন। এরপর তিনি পৌরসভার পিছিয়ে পড়া এলাকাগুলো খুবই গুরুত্ব দিয়ে কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত