Ajker Patrika

সাংস্কৃতিক সন্ধ্যা মাতালেন ওসি

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৭
সাংস্কৃতিক সন্ধ্যা মাতালেন ওসি

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে দর্শক মাতালেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া। উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক সন্ধ্যা’। এ অনুষ্ঠান উপভোগ করতে সন্ধ্যা থেকে জড়ো হতে থাকেন উপজেলার বিভিন্ন বয়সের দর্শক-শ্রোতা।

অনুষ্ঠানটি যথাসময়ে শুরু হলেও দর্শকদের মন কাড়তে পারেননি শিল্পীরা। এতে হতাশ হয়ে পড়েন দর্শকেরা। তাঁদের মন ভরাতে মঞ্চে আসেন ধনবাড়ী থানার ওসি। মাইক হাতে নিয়েই শুরু করেন দেশের গান। তাঁর কণ্ঠে গান শুনে আনন্দের জোয়ারে ভাসতে থাকেন শ্রোতারা। একের পর এক গানের অনুরোধ করেন শ্রোতা-দর্শকেরা। ওসিও শ্রোতাদের অনুরোধের গানগুলো গেয়ে যান। গানগুলোর মধ্য ছিল তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে...; ছিল না বিজলি বাতি, আমায় ভাসাইলি রে; আমায় ডুবাইলি রে। তিনি ১০টি গান গেয়ে সবার মন জয় করেন। গানের তালে তালে নাচেন দর্শকেরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হক, পৌর সভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহান লিনা বকল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন প্রমুখ।

হারুনার রশীদ হীরা বলেন, ‘আমাদের ওসি সাহেব খুবই ভালো গান গেয়ে থাকেন। তিনি অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মাতিয়ে তোলেন।’

ধনবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মো. চান মিয়া যোগদানের পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় সেবার মান বেড়েছে। পুলিশ সম্পর্কে ধনবাড়ীবাসীর নেতিবাচক ধারণা পাল্টেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়ালেখার খোঁজ নিচ্ছেন ওসি।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘সেবাই পুলিশের ধর্ম’। সেবা দিয়েই মানুষের মন জয় করতে হয়। কেউ চিরকাল বেঁচে থাকেন না। বেঁচে থাকে স্মৃতি। এ জন্য দায়িত্ব পালন করে যাচ্ছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা চেষ্টা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত