সুনামগঞ্জ ও শাল্লা প্রতিনিধি
গত মার্চে হঠাৎ করেই সুনামগঞ্জের শাল্লা উঠে আসে গণমাধ্যমে বড় খবর হয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমেও আসে খবরটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত একটি পোস্টকে কেন্দ্র করে হামলা হয় শাল্লা উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে। ক্ষতিগ্রস্ত অনেকের মতে, ওই হামলা একাত্তরে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।
শাল্লার হাবিবপুর ইউনিয়নের একটি গ্রাম নোয়াগাঁও। ঘটনার সূত্রপাত ২০১২ সালের ১৫ মার্চ। অভিযোগ ওঠে, গ্রামের ঝুমন দাস আপন নামের এক যুবক ফেসবুকে হেফাজতে ইসলামের তৎকালিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে (ধর্ষণসহ বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে) নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এই অভিযোগে ঝুমনকে পরদিন রাতে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিকে কথিত ওই পোস্টের জের ধরে মামুনুলের সমর্থকেরা ১৭ মার্চ সকাল আটটার দিকে হামলা চালায় নোয়াগাঁও গ্রামে। দুই ঘণ্টার হামলায় সংখ্যালঘুদের ৮৮টি বাড়িতে ভাঙচুর–লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয় পাঁচটি মন্দির।
এই হামলার ঘটনায় শাল্লা থানায় দুটি মামলা হয়। এর মধ্যে ১৮ মার্চ নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও হাবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের করা মামলায় ৮০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১২ শ’ জনকে আসামি করা হয়। আর শাল্লা থানার উপপরিদর্শক মো. আব্দুল করিমের করা মামলায় অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জনকে আসামি করা হয়।
এই হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সভা–সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
নোয়াগাঁও গ্রামে হামলার ‘উসকানিদাতা’ হিসেবে নাম আসে বিবেকানন্দ মজুমদারের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনের। তিনি পাশের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনি গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য। ১৯ মার্চ মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রিমান্ডেও নেওয়া হয় স্বাধীন মেম্বারকে। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৪৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ জুন জামিনে মুক্তি পেয়েছেন স্বাধীর মেম্বার। অন্যরাও সবাই জামিনে আছেন।
এদিকে ফেসবুকে কথিত পোস্ট দেওয়া যুবক ঝুমন দাসও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় সাড়ে ছয় মাস কারাগারে ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে তিনি শর্তসাপেক্ষে ১ বছরের জন্য জামিন পান। তিনি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ২ নম্বর হাবিবপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক ঘোড়া।
ওই হামলাকে শাল্লার ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করেন শাল্লা ও সুনামগঞ্জের সচেতন মহল। ঘাতক দালাল নির্মূল কমিটি সুনামগঞ্জ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, এমন ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকেও হার মানিয়েছে।
গত মার্চে হঠাৎ করেই সুনামগঞ্জের শাল্লা উঠে আসে গণমাধ্যমে বড় খবর হয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমেও আসে খবরটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত একটি পোস্টকে কেন্দ্র করে হামলা হয় শাল্লা উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে। ক্ষতিগ্রস্ত অনেকের মতে, ওই হামলা একাত্তরে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।
শাল্লার হাবিবপুর ইউনিয়নের একটি গ্রাম নোয়াগাঁও। ঘটনার সূত্রপাত ২০১২ সালের ১৫ মার্চ। অভিযোগ ওঠে, গ্রামের ঝুমন দাস আপন নামের এক যুবক ফেসবুকে হেফাজতে ইসলামের তৎকালিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে (ধর্ষণসহ বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে) নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এই অভিযোগে ঝুমনকে পরদিন রাতে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিকে কথিত ওই পোস্টের জের ধরে মামুনুলের সমর্থকেরা ১৭ মার্চ সকাল আটটার দিকে হামলা চালায় নোয়াগাঁও গ্রামে। দুই ঘণ্টার হামলায় সংখ্যালঘুদের ৮৮টি বাড়িতে ভাঙচুর–লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয় পাঁচটি মন্দির।
এই হামলার ঘটনায় শাল্লা থানায় দুটি মামলা হয়। এর মধ্যে ১৮ মার্চ নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও হাবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের করা মামলায় ৮০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১২ শ’ জনকে আসামি করা হয়। আর শাল্লা থানার উপপরিদর্শক মো. আব্দুল করিমের করা মামলায় অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জনকে আসামি করা হয়।
এই হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সভা–সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
নোয়াগাঁও গ্রামে হামলার ‘উসকানিদাতা’ হিসেবে নাম আসে বিবেকানন্দ মজুমদারের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনের। তিনি পাশের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনি গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য। ১৯ মার্চ মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রিমান্ডেও নেওয়া হয় স্বাধীন মেম্বারকে। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৪৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ জুন জামিনে মুক্তি পেয়েছেন স্বাধীর মেম্বার। অন্যরাও সবাই জামিনে আছেন।
এদিকে ফেসবুকে কথিত পোস্ট দেওয়া যুবক ঝুমন দাসও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় সাড়ে ছয় মাস কারাগারে ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে তিনি শর্তসাপেক্ষে ১ বছরের জন্য জামিন পান। তিনি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ২ নম্বর হাবিবপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক ঘোড়া।
ওই হামলাকে শাল্লার ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করেন শাল্লা ও সুনামগঞ্জের সচেতন মহল। ঘাতক দালাল নির্মূল কমিটি সুনামগঞ্জ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, এমন ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকেও হার মানিয়েছে।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫