Ajker Patrika

ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১: ৩৫
ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর

কাউনিয়ায় রাতে সার ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। টেপামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই ও দুই ইউপি সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের উপস্থিতিতে ইউপি কার্যালয়ে গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।

আহত ব্যবসায়ীর নাম আইয়ুব আলী সরকার। তিনি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রাজিব গ্রামের বাসিন্দা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, জমির বায়নার টাকাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে চেয়ারম্যান রাশেদুল ইসলামের ভাই গোলাম রাব্বানী ১০ থেকে ১২ জনকে নিয়ে আইয়ুবের বাড়িতে যান। পরে তাঁকে মারধর করে মোটরসাইকেলে তুলে ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে চেয়ারম্যানের উপস্থিতিতে রাব্বানী এবং ইউপি সদস্য জোবাইদুল ইসলাম ও আব্দুল মতিন আবারও তাঁকে মারধর করেন।

খবর পেয়ে পরিবারের লোকজন আইয়ুবকে ইউপি কার্যালয় থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

গতকাল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, আইয়ুব পুরুষ ওয়ার্ডের এক নম্বর শয্যায় চিকিৎসাধীন আছেন। তিনি দাবি করেন, তাঁর কোনো অপরাধ নেই। তাঁকে বিনা অপরাধে চেয়ারম্যানের লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছেন।

জানতে চাইলে ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন বলেন, টাকা সংক্রান্ত বিষয়ে ওই ব্যবসায়ীকে চড়-থাপ্পড় মারা হয়। মারধরকারীদের তিনি চেনেন না। এরপর ওই ব্যবসায়ীকে পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।

অন্যদিকে এক নম্বর ওয়ার্ডের সদস্য জোবাইদুল জানান, ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে মোটরসাইকেলে করে পরিষদ কার্যালয়ে আনা হয়। রাস্তায় কারা মারধর করেছেন তা তিনি জানেন না। ঘটনার সময় পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলে তিনি নিশ্চিত করেন।

যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান রাশেদুল বলেন, তাঁর এক নিকটাত্মীয় মারা যাওয়ায় তিনি এখন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন না।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, শুক্রবার রাতে জমির বায়নার টাকা নিয়ে মারধরের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ এ ঘটনায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত