Ajker Patrika

নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫: ২৫
নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।

এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত