Ajker Patrika

রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৩
রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক অনুমোদিত গাগলা বাজারের পূর্ব পাশের ৭২ ফিট আরসিসি ঢালাই রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার দুপুরে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের গাগলা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন, স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম, ফুয়াদ আল রাফি, রেজেয়ান হোসেন, শাহিন আলম প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক ও জনপদ বিভাগ থেকে ওটিবিএল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির আরসিসি ঢালাই কাজ শুরু করলে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেন এবং কাজ বন্ধ করে দেন। তাঁরা আরও বলেন, ব্যস্ততম এই সড়কে বর্ষাকালে কাদা ও পানি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং অনেক সময় দুর্ঘটনার শিকার হন পথচারী।

মানববন্ধন শেষে গাগলা বাজার ব্রিজের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধও করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত