বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
দরপত্রে দাখিল করা টাকার চেয়ে কম টাকায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাট ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান দরপত্র মূল্যায়ন কমিটির রেজুলেশনে স্বাক্ষর দেননি। তবে ব্যবস্থাপনা কমিটির দাবি, ইজারায় কোনো অনিয়ম হয়নি।
সূত্র জানায়, হাইকোর্টে রিটের কারণে আইনি জটিলতায় প্রায় ১৪ মাস কোলা হাটের কোনো ইজারাদার ছিলেন না। পরে বিষয়টি নিষ্পত্তির পর উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমীন গত ২৯ জুলাই পত্রিকায় হাট ইজারাদারের বিজ্ঞপ্তি দেন। বাংলা বছরের হিসেবে অবশিষ্ট আট মাসের জন্য এই দরপত্র খোলা হয় গত ১৭ আগস্ট।
জেলার মহাদেবপুর উপজেলার পাতনা গ্রামের মো. এনামুল হক, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাজ্জাদ হোসেন ও নওগাঁ সদর উপজেলার আতিকুজ্জামান আলী দরপত্রে অংশ নেন। তিনজনের মধ্যে এনামুল হক সর্বোচ্চ দরদাতা। তিনি ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা এবং সাজ্জাদ হোসেন ৫৫ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা ও অতিকুজ্জামান ৩৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার দর দেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এনামুল হকের কাছ থেকে মূলত অনেক কম টাকা নিয়ে হাটের ইজারা দেওয়া হয়েছে। তিনি এখন হাট থেকে হাসিল আদায় করছেন।
দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার চেয়ে এনামুল হকের দর অনেক বেশি থাকায় নিয়মানুযায়ী তাঁকেই হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু পরে এনামুল হকের কাছে ৪৬ লাখ ৬৩ হাজার ৬৯৬ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়। যোগসাজশ করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। ইউএনও রাজস্ব ফাঁকির দায় কোনোভাবে এড়াতে পারেন না।’
এদিকে হাটের আগের ইজারাদার ও রিট পিটিশন মামলার বাদী ফেরদৌস হোসেন দাবি করেন, মামলাটি চলমান থাকা অবস্থায় ঈদুল আজহার পর ইউএনও আলপনা ইয়াসমীন তাঁর কার্যালয়ে ফেরদৌসকে ডেকে নিয়ে মামলা নিষ্পত্তির জন্য একটি লিখিত কাগজে জোর করে স্বাক্ষর নেন। তিনি ইউএনওর চাপের মুখে স্বাক্ষর দেন।
বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খাঁন বলেন, ‘ইজারায় ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা সর্বোচ্চ দর ছিল। শিডিউলে দেওয়া দরের চেয়ে একটি টাকাও কম নেওয়ার এখতিয়ার কারও নেই। কিন্তু শিডিউলে দেওয়া দরের চেয়ে অনেক কম টাকায় হাট ইজারা দেওয়া হয়েছে। এটা গুরুতর অনিয়ম বলে মনে করছি। এর ফলে ইজারার দরপত্রে মূল্যায়ন কমিটির রেজুলেশনে আমি স্বাক্ষর করিনি, আর কখনো করবও না। এ জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, ১৭ আগস্ট দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খাস হাসিল আদায়ের সময় বাদ দিয়ে আনুপাতিক হারে ইজারার টাকা নির্ধারণ করা হয়েছে। নীতিমালার আলোকে হাটটি ইজারা দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
দরপত্রে দাখিল করা টাকার চেয়ে কম টাকায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাট ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান দরপত্র মূল্যায়ন কমিটির রেজুলেশনে স্বাক্ষর দেননি। তবে ব্যবস্থাপনা কমিটির দাবি, ইজারায় কোনো অনিয়ম হয়নি।
সূত্র জানায়, হাইকোর্টে রিটের কারণে আইনি জটিলতায় প্রায় ১৪ মাস কোলা হাটের কোনো ইজারাদার ছিলেন না। পরে বিষয়টি নিষ্পত্তির পর উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমীন গত ২৯ জুলাই পত্রিকায় হাট ইজারাদারের বিজ্ঞপ্তি দেন। বাংলা বছরের হিসেবে অবশিষ্ট আট মাসের জন্য এই দরপত্র খোলা হয় গত ১৭ আগস্ট।
জেলার মহাদেবপুর উপজেলার পাতনা গ্রামের মো. এনামুল হক, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাজ্জাদ হোসেন ও নওগাঁ সদর উপজেলার আতিকুজ্জামান আলী দরপত্রে অংশ নেন। তিনজনের মধ্যে এনামুল হক সর্বোচ্চ দরদাতা। তিনি ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা এবং সাজ্জাদ হোসেন ৫৫ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা ও অতিকুজ্জামান ৩৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার দর দেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এনামুল হকের কাছ থেকে মূলত অনেক কম টাকা নিয়ে হাটের ইজারা দেওয়া হয়েছে। তিনি এখন হাট থেকে হাসিল আদায় করছেন।
দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার চেয়ে এনামুল হকের দর অনেক বেশি থাকায় নিয়মানুযায়ী তাঁকেই হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু পরে এনামুল হকের কাছে ৪৬ লাখ ৬৩ হাজার ৬৯৬ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়। যোগসাজশ করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। ইউএনও রাজস্ব ফাঁকির দায় কোনোভাবে এড়াতে পারেন না।’
এদিকে হাটের আগের ইজারাদার ও রিট পিটিশন মামলার বাদী ফেরদৌস হোসেন দাবি করেন, মামলাটি চলমান থাকা অবস্থায় ঈদুল আজহার পর ইউএনও আলপনা ইয়াসমীন তাঁর কার্যালয়ে ফেরদৌসকে ডেকে নিয়ে মামলা নিষ্পত্তির জন্য একটি লিখিত কাগজে জোর করে স্বাক্ষর নেন। তিনি ইউএনওর চাপের মুখে স্বাক্ষর দেন।
বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খাঁন বলেন, ‘ইজারায় ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা সর্বোচ্চ দর ছিল। শিডিউলে দেওয়া দরের চেয়ে একটি টাকাও কম নেওয়ার এখতিয়ার কারও নেই। কিন্তু শিডিউলে দেওয়া দরের চেয়ে অনেক কম টাকায় হাট ইজারা দেওয়া হয়েছে। এটা গুরুতর অনিয়ম বলে মনে করছি। এর ফলে ইজারার দরপত্রে মূল্যায়ন কমিটির রেজুলেশনে আমি স্বাক্ষর করিনি, আর কখনো করবও না। এ জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, ১৭ আগস্ট দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খাস হাসিল আদায়ের সময় বাদ দিয়ে আনুপাতিক হারে ইজারার টাকা নির্ধারণ করা হয়েছে। নীতিমালার আলোকে হাটটি ইজারা দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫