Ajker Patrika

বখাটের হামলায় প্রাণ গেল স্কুলছাত্রের

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৮
বখাটের হামলায় প্রাণ গেল স্কুলছাত্রের

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমঘটিত বিষয় নিয়ে বখাটেদের হামলায় আহত স্কুলছাত্র শাহেদ শেখ (১৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় গতকাল সোমবার নিহতের ফুপার করা মামলায় পানাইল গ্রামের লাদেন ও ইব্রাহিম নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহেদ শেখ আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের শেখ সাদিকের ছেলে এবং অনির্বাণ প্রি ক্যাডেট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে শাহেদ আলফাডাঙ্গা সদর থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রায়ের পানাইল নামক এলাকায় কয়েকজন তাকে ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন বিকেলেই শাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (৩১ জানুয়ারি) সকালে নিহত শাহেদ শেখের ফুপা লিটন খান বাদী হয়ে রায়ের পানাইল গ্রামের লাদেন (১৯) ও ইব্রাহিম (২০) সহ ৭ জনের নামে মামলা দায়ের করেন।

শাহেদের ফুপা মো. লিটন খান বলেন, ‘এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমঘটিত বিষয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে উপজেলা সদর থেকে ফেরার পথে রায়ের পানাইল গ্রাম থেকে শাহেদের গতিরোধ করে লাদেন, ইব্রাহিমসহ তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন।’

টগরবন্দ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কালু ফকির বলেন, ‘লাদেন ও ইব্রাহিমের সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে শাহেদের আগে থেকেই ঝামেলা ছিল। এ নিয়ে শাহেদের ওপর অতর্কিত হামলা চালান তাঁরা। প্রেমঘটিত বিরোধের জেরেই শাহেদকে হত্যা করা হয়েছে বলে শুনেছি।’

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবু শহিদ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শাহেদের ফুপা বাদী হয়ে মামলা করেছেন। অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত