Ajker Patrika

আড়াই লাখ টাকায় জিপ তৈরি করে চমক কাউছারের

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
আড়াই লাখ টাকায় জিপ তৈরি করে চমক  কাউছারের

নরসিংদীর পলাশে মাত্র দুই লাখ ৫০ হাজার টাকা খরচ করে, এক মাসের শ্রমে ৫ সিটের একটি জিপ গাড়ি তৈরি করে সাড়া ফেলেন কাউছার আহম্মেদ (২৮) নামের এক যুবক। টয়োটা সাজের আদলে তৈরি এই গাড়ির নাম রাখা হয়েছে শখের জিপ। জিপ গাড়িটি বাণিজ্যিকভাবে তৈরি করতে সরকারের অনুমতি ও সহযোগিতা চান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ছোটবেলা থেকেই নতুন কিছু করার চিন্তা-ভাবনা ছিল কাউছারের। স্বপ্ন ছিল নিজ পায়ে দাঁড়াবেন। তবে অর্থের অভাবে এসএসসি পাশ করার পর আর লেখাপড়া করতে পারেননি। ১৭ বছর বয়সে পলাশ উপজেলায় এসে প্রাণ আরএফএল গ্রুপে চাকরি শুরু করেন তিনি। এরপর ঘোড়াশাল পৌর এলাকার বাঙ্গালপাড়া গ্রামে বিয়ে করে পলাশেই বসবাস করছেন তিনি। ইউটিউবে গাড়ি তৈরির বিভিন্ন ভিডিও দেখতে প্রথম গাড়ির তৈরির স্বপ্ন দেখা শুরু করেন কাউছার। কিছুদিন পর একটি অটোরিকশা কিনে সেটির বডি বিক্রি করে দেন। পরে অটোর মেশিন, চারটি চাকা, ব্যাটারি, প্রাইভেটকারের স্টিয়ারিংয়সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মডিফাই করে ৫ সিটের একটি জিপ গাড়ি তৈরি করতে সক্ষম হন। গত বুধবার দুপুরে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারকে দিয়ে গাড়িটির প্রথম রোড যাত্রা উদ্বোধন করেন।

জানতে চাইলে কাউছার আহম্মেদ বলেন, ‘বৈদ্যুতিক চার্জে দিয়ে জিপটি চালাতে হবে। এতে মাত্র ২৫০ টাকার বিদ্যুৎ খরচে এটি প্রায় ৩০০ কিলোমিটার চলবে। এ ছাড়া জিপটি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে চলার উপযোগী। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে এক মাস। আর তৈরিতে খরচ হয়েছে মাত্র দুই লাখ ৫০ হাজার টাকা।

কাউছার আরও বলেন, দেশের জন্য কিছু করতে চাই। কিন্তু টাকা-পয়সা না থাকায় পারি না। সরকারের অনুমতি ও সহযোগিতা কররে জিপ গাড়িটি বাণিজ্যিকভাবে তৈরি করতে চাই। এতে মধ্যম আয়ের মানুষ অল্প টাকায় গাড়িটি কিনতে পারবেন।

ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘কাউছার অত্যন্ত মেধাবী। তিনি নিজের প্রচেষ্টায় ও মেধা দিয়ে একটি অত্যাধুনিক জিপ গাড়ি তৈরি করে সবার নজর কেড়েছেন। গাড়িটি দেখতেও চমৎকার। কাউছারের গাড়ি তৈরির বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত