Ajker Patrika

ইউপি সদস্যদের শপথ গ্রহণ

আগৈলঝাড়া ও বানারীপাড়া প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ০৯
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়া ও বানারীপাড়ায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা শপথ নিয়েছেন। আগৈলঝাড়ায় গতকাল মঙ্গলবার ও বানারীপাড়ায় গত সোমবার এই শপথ হয়।

আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউপির নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। ৫টি ইউপির ৪৫ জন সাধারণ সদস্য ও ১৫ জন সংরক্ষিত নারী সদস্যসহ ৬০ জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির ৯টি ওয়ার্ডের সাধারণ ও ৩টি সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন গত। সোমবার। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ইউপি সদস্যদের তাঁর কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত