Ajker Patrika

শিল্পপতি এম এ হাসেমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৮
শিল্পপতি এম এ হাসেমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ডিসেম্বর। গত বছরের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।

এম এ হাসেম বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য ছিলেন। ব্যবসার পাশাপাশি বেসরকারি সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন ছিলেন। তিনি ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জনতা ইনস্যুরেন্স কোম্পানিরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়টি তাঁর খুব প্রিয় প্রতিষ্ঠান ছিল। দেশের বেসরকারি খাতের উন্নয়নেও ছিল তাঁর অপরিসীম অবদান। তিনি একজন সফল শিল্পপতি এবং উদ্যমী সমাজসেবক ছিলেন। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত