Ajker Patrika

ডামুড্যায় আসামি গ্রেপ্তার

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১: ১৫
ডামুড্যায় আসামি গ্রেপ্তার

ডামুড্যায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টা মামলার আসামি জাহিদ আব্বাস দিপু শিকদারকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে শরীয়তপুরের একটি হোটেলে শরীয়তপুর সদর থানার পুলিশ ও ডামুড্যা থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করে।

অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে অভিযুক্ত কোদাল দিয়ে মাটি সরিয়ে কবরে থাকা কঙ্কাল চুরির চেষ্টা করেন। ওই সময় মামলার বাদী উজ্জ্বল শিকদার ফজরের নামাজ আদায়ে মসজিদের দিকে রওনা হন। অভিযুক্ত আসামি দিপু শিকদার তাঁকে দেখে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা রাশেদ মৃধা বলেন, ‘ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যেতে আমাদের চোখে পড়ে কবর খুড়ার দৃশ্য। আমি প্রথমে ভয় পেয়ে যাই। আস্তে আস্তে লোকজন জড়ো হলে কাছে গিয়ে দেখি কবরটির বেশি অংশই খোঁড়া। এর পাশেই একটি কোদাল ও গ্যাস লাইটার পড়ে আছে।’

মামলার বাদী উজ্জ্বল শিকদার জানান, এক মাস আগে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী রাহিমা আক্তার (৪৩) ক্যানসারে মারা যান। তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, ‘মামলার পর জাহিদ আব্বাস দিপু শিকদার (৫৫) নামে একজনকে গতকাল রাতে শরীয়তপুর শহরের আল নুর হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত