Ajker Patrika

ঝিনাইগাতীতে ৬৩ কেন্দ্রে ভোট আজ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০: ৩০
ঝিনাইগাতীতে ৬৩ কেন্দ্রে ভোট আজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ। উপজেলার ৬৩ কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণে তৎপর প্রশাসন।

  উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ৬৩টি কেন্দ্রের মধ্যে ১২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালটবাক্সসহ ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জামাদি। তবে শুধু ব্যালট পেপার ভোটের দিন (আজ) সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৭ ইউপির মধ্যে ১২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোকে বিশেষ নজরদারিতে রাখবে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অফিস সূত্র জানায়, আজ বুধবার ঝিনাইগাতীর সাত ইউপিতে ভোট হচ্ছে। ইউপিগুলো হচ্ছে- ঝিনাইগাতী, নলকুড়া, হাতিবান্দা, কাংশা, ধানশাইল, গৌরীপুর ও মালিঝিকান্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত