Ajker Patrika

এবার ঝিনাইদহে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শম্পা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ৫৮
এবার ঝিনাইদহে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শম্পা

এবার ঝিনাইদহে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি। শম্পা শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি হেলিকপ্টার প্রতীকে ভোট পান ২ হাজার ১০১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবিহা খাতুন পান ৫১৪ ভোট।

নবনির্বাচিত শম্পা ওই ইউনিয়নের ফুলহরি গ্রামে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের শেখ রুহুল হাওলাদারের সন্তান। ২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপার বর্তমান গ্রামে চলে আসেন শম্পা। সেই সুবাদে তিনি এখানকার ভোটার। এ ছাড়া শম্পা ২০১৩ সালে এইচএসসি পাস করেন।

বিজয়ের পর শম্পা বলেন, ‘এ বিজয় আমার না, জনগণের। কারণ আমার তো একটা ভোট। এখানে আমার পরিবারের কেউ নেই। তারপরও সবাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এখন সবাই আমার আপন। আমার দায়িত্ব বেড়ে গেল। আমি বুঝতে পারছি না, কীভাবে তাঁদের ঋণ শোধ করব। আমি বাকি জীবন ভোটারদের নিয়ে কাটিয়ে দিতে চাই।’

বাদশা নামে এক ভোটার বলেন, ‘শম্পা দীর্ঘদিন এখানে থাকার ফলে সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছে। তা ছাড়া শম্পার আচার ব্যবহার খুবই ভালো। এ কারণে তাঁকে সবাই ভোট দিয়েছেন।’

এর আগে ঝিনাইদহের ত্রিলোচনপুরে ইউপি নির্বাচনে নজরুল ইসলাম ঋতু নামে তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যান হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত