Ajker Patrika

অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০৩
অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে হাসপাতাল চত্বরে ফিতা কেটে নতুন নির্মাণ করা এ প্ল্যান্টের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান। পরে এ উপলক্ষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় হাসপাতালের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. মনসুর আলম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সিরাজুদ্দৌলা পলিন প্রমুখ।

ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন লিকুইড অক্সিজেন প্ল্যান্টটির নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। এ প্ল্যান্টের মাধ্যমে হাসপাতালের ১০০ জন রোগীকে একসঙ্গে অক্সিজেন দেওয়া সম্ভব হবে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত