গোলাম কবির বিলু, পীরগঞ্জ
পরিবারের ওপর অভিমান করে পীরগঞ্জ ছেড়ে চলে গিয়েছিলেন ঢাকায়। হাতে টাকা-পয়সা তেমন ছিল না। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। বাঁচার স্বপ্নে পোশাক কারখানায় মাত্র ৫৫০ টাকা বেতনের চাকরিতে যোগ দেন। সেই তিনি এখন নিজেই কারখানার মালিক। যেখানে এখন ৫ শতাধিক নারী-পুরুষ চাকরি করছেন।
বলছিলাম রবিউল ইসলাম বেলালের কথা। সিনেমার গল্পের মতই নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। তাঁর বয়স এখন প্রায় ৩৭ বছর। অভিমানে বাড়ি ছেড়ে এসে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন ‘সিনিয়া টেক্স লিমিটেড’।
বেলালের বাড়ি পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে। তিনি পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় প্রতিদিন বিকেলে লবণ, তেল, ডাল, মসলা নিয়ে স্থানীয় মাদারগঞ্জ হাটে দোকান দিতেন। ছোট থেকেই তিনি পড়ালেখার পাশাপাশি টাকা জমানো, ব্যবসা করা পছন্দ করতেন। তাঁর বাবা আনোয়ারুল ইসলামেরও ব্যবসা ছিল।
বেলাল বাবার সঙ্গে অভিমান করে দুবার ঢাকায় যান। প্রথমবার ২০০১ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায়। তখন বছরখানেক পোশাক কারখানায় চাকরি করেন। তবে লেখাপড়ার জন্য ২০০২ সালে বাড়িতে ফিরে আসেন। মাদারগঞ্জ উচ্চবিদ্যালয়ে ক্লাসও শুরু করেন। এক বছরে তাঁর সহপাঠীরা দশম শ্রেণিতে উত্তীর্ণ হলেও তিনি নবম শ্রেণিতেই ভর্তি হন। কিন্তু ক্লাস করলেও ২০০৪ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। আবারও পারিবারিক কারণে অভিমান করে ২০০৫ সালে ঢাকায় চলে যান। একই বছরের জুলাইয়ে গ্রামে বিয়ে করেন এবং নববধূকে নিয়ে ঢাকায় ফেরেন।
বেলাল ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। এরই মধ্যে তাঁর সংসারে এক কন্যা সন্তান জন্ম নেয়। নাম রাখেন সিনিয়া। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকার উত্তরায় ‘সিনিয়া টেক্স’ নামের বায়িং হাউস পরিচালনা করেন। পরে ২০১৭ সালে ৫৫টি মেশিন কিনে সাভারে শুরু করেন ‘সিনিয়া টেক্স লিমিটেড’ নামে পোশাক কারখানা। সেখানে এখন আছে ৩০০টি মেশিন। কাজ করছেন ৫ শতাধিক কর্মী। বাড়ছে ব্যবসার পরিধি।
মাদারগঞ্জের লিটল স্টার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শামসুজ্জোহা মণ্ডল বলেন, বেলাল অনেক সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি এলাকায় অনেক দান-দক্ষিণা করেন। বিশেষ করে মিঠিপুর ইউনিয়নের ধর্মীয়, সামাজিক, অরাজনৈতিক প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত পর্যায়েও আর্থিক সহযোগিতা করে আসছেন।
মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদা জানান, অল্প বয়সেই বেলাল জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। তিনি মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে আছেন। তিনি এলাকায় অনেক সমাজসেবামূলক কাজ করেন।
এ বিষয়ে বেলাল বলেন, ‘জীবনে প্রতিষ্ঠা পেতে ছোট থেকেই পড়ার পাশাপাশি ব্যবসার দিকে ঝোঁক ছিল। এখন অনেকের কর্মসংস্থান করতে পেরে তৃপ্তি লাগে। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে ভালো লাগে।’
পরিবারের ওপর অভিমান করে পীরগঞ্জ ছেড়ে চলে গিয়েছিলেন ঢাকায়। হাতে টাকা-পয়সা তেমন ছিল না। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। বাঁচার স্বপ্নে পোশাক কারখানায় মাত্র ৫৫০ টাকা বেতনের চাকরিতে যোগ দেন। সেই তিনি এখন নিজেই কারখানার মালিক। যেখানে এখন ৫ শতাধিক নারী-পুরুষ চাকরি করছেন।
বলছিলাম রবিউল ইসলাম বেলালের কথা। সিনেমার গল্পের মতই নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। তাঁর বয়স এখন প্রায় ৩৭ বছর। অভিমানে বাড়ি ছেড়ে এসে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন ‘সিনিয়া টেক্স লিমিটেড’।
বেলালের বাড়ি পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে। তিনি পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় প্রতিদিন বিকেলে লবণ, তেল, ডাল, মসলা নিয়ে স্থানীয় মাদারগঞ্জ হাটে দোকান দিতেন। ছোট থেকেই তিনি পড়ালেখার পাশাপাশি টাকা জমানো, ব্যবসা করা পছন্দ করতেন। তাঁর বাবা আনোয়ারুল ইসলামেরও ব্যবসা ছিল।
বেলাল বাবার সঙ্গে অভিমান করে দুবার ঢাকায় যান। প্রথমবার ২০০১ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায়। তখন বছরখানেক পোশাক কারখানায় চাকরি করেন। তবে লেখাপড়ার জন্য ২০০২ সালে বাড়িতে ফিরে আসেন। মাদারগঞ্জ উচ্চবিদ্যালয়ে ক্লাসও শুরু করেন। এক বছরে তাঁর সহপাঠীরা দশম শ্রেণিতে উত্তীর্ণ হলেও তিনি নবম শ্রেণিতেই ভর্তি হন। কিন্তু ক্লাস করলেও ২০০৪ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। আবারও পারিবারিক কারণে অভিমান করে ২০০৫ সালে ঢাকায় চলে যান। একই বছরের জুলাইয়ে গ্রামে বিয়ে করেন এবং নববধূকে নিয়ে ঢাকায় ফেরেন।
বেলাল ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। এরই মধ্যে তাঁর সংসারে এক কন্যা সন্তান জন্ম নেয়। নাম রাখেন সিনিয়া। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকার উত্তরায় ‘সিনিয়া টেক্স’ নামের বায়িং হাউস পরিচালনা করেন। পরে ২০১৭ সালে ৫৫টি মেশিন কিনে সাভারে শুরু করেন ‘সিনিয়া টেক্স লিমিটেড’ নামে পোশাক কারখানা। সেখানে এখন আছে ৩০০টি মেশিন। কাজ করছেন ৫ শতাধিক কর্মী। বাড়ছে ব্যবসার পরিধি।
মাদারগঞ্জের লিটল স্টার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শামসুজ্জোহা মণ্ডল বলেন, বেলাল অনেক সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি এলাকায় অনেক দান-দক্ষিণা করেন। বিশেষ করে মিঠিপুর ইউনিয়নের ধর্মীয়, সামাজিক, অরাজনৈতিক প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত পর্যায়েও আর্থিক সহযোগিতা করে আসছেন।
মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদা জানান, অল্প বয়সেই বেলাল জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। তিনি মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে আছেন। তিনি এলাকায় অনেক সমাজসেবামূলক কাজ করেন।
এ বিষয়ে বেলাল বলেন, ‘জীবনে প্রতিষ্ঠা পেতে ছোট থেকেই পড়ার পাশাপাশি ব্যবসার দিকে ঝোঁক ছিল। এখন অনেকের কর্মসংস্থান করতে পেরে তৃপ্তি লাগে। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে ভালো লাগে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪