Ajker Patrika

বল্লভেরখাসে তিন শহিদুলের লড়াই

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ৪৯
বল্লভেরখাসে তিন শহিদুলের লড়াই

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বল্লভেরখাস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ভোটের লড়াইয়ে নেমেছেন তিনজন। কাকতালীয়ভাবে তিন প্রার্থীর নাম শহিদুল ইসলাম। তিনজনের নামের মিল থাকায় ভোটারেরা বিভ্রান্তিতে পড়েছেন। জটিলতা এড়াতে ভিন্নভাবে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

বল্লভেরখাস ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চরবলরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে পল্লি চিকিৎসক মো. শহিদুল ইসলাম (তালা), মৃত জহর উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম (টিউবওয়েল) ও দুধকুমারের পূর্বপাড়ের গ্রাম ধারিয়ারপাড় চর বলরামপুরের দেলবর হোসেনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (ব্যাপারী) (ফুটবল)।

তিন শহিদুল জানান, নামের মিল থাকায় প্রচারের প্রথম দিকে একটু সমস্যা থাকলেও এখন প্রতীক থাকায় সে সমস্যা কেটে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত