ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফেনী শহরে কাল মঙ্গলবার সমাবেশ করবে দলটি। দীর্ঘদিন পর রাজপথের বৃহৎ এ কর্মসূচি ঘিরে সরব হয়েছেন নেতা-কর্মীরা। সমাবেশে লোকসমাগম ঘটাতে ছাগলনাইয়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, ফেনী শহরের মিজান ময়দান অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে চায় বিএনপি। খালেদা জিয়ার নিজ জেলা হওয়ায় এ সমাবেশকে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আগামীকাল বিকেলে অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সূত্র আরও জানায়, প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার একটি পৌরসভা, পাঁচটি ইউনিয়নসহ প্রতিটি ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠকের পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিটি সভায় সমাবেশ সফল করার করণীয় নির্ধারণ করা হয়েছে।
গতকাল রোববার দিনব্যাপী ছাগলনাইয়া পৌর শহরসহ প্রতিটি হাট-বাজারে লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব মো. আলমগীর, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. ইউছুফ মজুমদার, সদস্যসচিব কাজী আবদুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন প্রমুখ।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলমগীর বিএ বলেন, ‘সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা করছি। শেষ পর্যন্ত অনুমতি না মিললেও সমাবেশ হবে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফেনী শহরে কাল মঙ্গলবার সমাবেশ করবে দলটি। দীর্ঘদিন পর রাজপথের বৃহৎ এ কর্মসূচি ঘিরে সরব হয়েছেন নেতা-কর্মীরা। সমাবেশে লোকসমাগম ঘটাতে ছাগলনাইয়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, ফেনী শহরের মিজান ময়দান অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে চায় বিএনপি। খালেদা জিয়ার নিজ জেলা হওয়ায় এ সমাবেশকে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আগামীকাল বিকেলে অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সূত্র আরও জানায়, প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার একটি পৌরসভা, পাঁচটি ইউনিয়নসহ প্রতিটি ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠকের পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিটি সভায় সমাবেশ সফল করার করণীয় নির্ধারণ করা হয়েছে।
গতকাল রোববার দিনব্যাপী ছাগলনাইয়া পৌর শহরসহ প্রতিটি হাট-বাজারে লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব মো. আলমগীর, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. ইউছুফ মজুমদার, সদস্যসচিব কাজী আবদুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন প্রমুখ।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলমগীর বিএ বলেন, ‘সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা করছি। শেষ পর্যন্ত অনুমতি না মিললেও সমাবেশ হবে।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫