Ajker Patrika

আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৭
আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল হাকিম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংক দিনাজপুরের ম্যানেজার মোল্লা আশিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত