সম্পাদকীয়
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ৫ আগস্ট সোমবার দুপুরে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর জানানোর পর দেশজুড়ে মানুষের বিজয়োল্লাস যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থাপনায় ঢুকে লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণের ঘটনাকে ক্ষুব্ধ মানুষের ক্রোধের সাময়িক বহিঃপ্রকাশ বলে মনে হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনাগুলো সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ ছাড়া আর কি?
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে ৮ আগস্ট রাতে। এই সরকারের শপথ গ্রহণের আগমুহূর্ত পর্যন্ত দেশ চলছিল সরকারবিহীন। মানুষের মধ্যে ছিল চরম অনিশ্চয়তা, উৎকণ্ঠা। পুলিশ বাহিনী নিষ্ক্রিয় থাকার সুযোগে দুষ্কৃতকারীরা চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। নতুন এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। মানুষ আশা করছে, অতীতের ভুলত্রুটির পুনরাবৃত্তি নয়, এই সরকারের হাত ধরে এক নতুন বাংলাদেশের উত্থান ঘটবে। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা—অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। নতুন সরকার মানুষের অগ্রগতি ও স্বপ্নযাত্রার পথের সব বাধা অপসারণে দৃঢ়চিত্ত ও আপসহীন অবস্থানে থাকবে।
নতুন সরকারের উপদেষ্টা হিসেবে যাঁরা শপথ নিয়েছেন, তাঁদের নিজ নিজ রাজনৈতিক বিশ্বাস যা-ই হোক না কেন, দায়িত্বপালনে তাঁরা সব ধরনের পক্ষপাতমুক্ত থাকবেন বলেই আমরা আশা করি। এটা অস্বীকার করা যাবে না যে রাজনৈতিকভাবে আমরা চরম বিভাজিত এক জাতি। এত দিন এটা বলা হতো দুই ভাগে বিভাজিত জাতির এক ভাগের নেতৃত্বে আওয়ামী লীগ, আরেক ভাগ বিএনপির নেতৃত্বে। তৃতীয় একটি শক্তির কথা বলা হলেও তা যে অতি দুর্বল, সেটা নিয়েও বিতর্কের অবকাশ নেই। আওয়ামী লীগ এখন পরাজিত শক্তি। তাহলে বিএনপি কি বিজয়ী? না। ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মানুষ দেখতে চাইবে সত্যিকার নির্দলীয় ভূমিকায়। আওয়ামী লীগ সরকার মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছিল, বলপ্রয়োগের মাধ্যমে ভিন্নমত দলনে উঠেপড়ে লেগেছিল। নতুন সরকার নিশ্চয়ই সেই পথ অনুসরণ করবে না। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বলা হচ্ছে, এবারের ছাত্র-জনতার অভ্যুত্থান নাকি দ্বিতীয় স্বাধীনতা। তাহলে প্রথম স্বাধীনতা নিশ্চয়ই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। প্রথম স্বাধীনতা দেশবাসীর যেসব স্বপ্ন অপূর্ণ রেখেছে, দ্বিতীয় স্বাধীনতা সেগুলো পূর্ণ করবে। নবীন-প্রবীণের সমন্বয়ে যে উপদেষ্টা পরিষদ বা সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অগ্রাধিকারের তালিকায় নিশ্চয়ই থাকবে মানুষের প্রত্যাশা পূরণ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধ করেছে, তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অরাজকতার বিষবাষ্প যে-ই ছড়াবে, বিজয়ী ছাত্র-জনতাসহ মুক্ত মানসিকতার মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি তাদের ব্যর্থ করে দেবে।
আমরা চাই, প্রতিহিংসা ও হানাহানি পরিহার করে শাস্তি, সম্প্রীতি ও সহাবস্থানের নীতি কার্যকর হোক।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ৫ আগস্ট সোমবার দুপুরে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর জানানোর পর দেশজুড়ে মানুষের বিজয়োল্লাস যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থাপনায় ঢুকে লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণের ঘটনাকে ক্ষুব্ধ মানুষের ক্রোধের সাময়িক বহিঃপ্রকাশ বলে মনে হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনাগুলো সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ ছাড়া আর কি?
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে ৮ আগস্ট রাতে। এই সরকারের শপথ গ্রহণের আগমুহূর্ত পর্যন্ত দেশ চলছিল সরকারবিহীন। মানুষের মধ্যে ছিল চরম অনিশ্চয়তা, উৎকণ্ঠা। পুলিশ বাহিনী নিষ্ক্রিয় থাকার সুযোগে দুষ্কৃতকারীরা চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। নতুন এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। মানুষ আশা করছে, অতীতের ভুলত্রুটির পুনরাবৃত্তি নয়, এই সরকারের হাত ধরে এক নতুন বাংলাদেশের উত্থান ঘটবে। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা—অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। নতুন সরকার মানুষের অগ্রগতি ও স্বপ্নযাত্রার পথের সব বাধা অপসারণে দৃঢ়চিত্ত ও আপসহীন অবস্থানে থাকবে।
নতুন সরকারের উপদেষ্টা হিসেবে যাঁরা শপথ নিয়েছেন, তাঁদের নিজ নিজ রাজনৈতিক বিশ্বাস যা-ই হোক না কেন, দায়িত্বপালনে তাঁরা সব ধরনের পক্ষপাতমুক্ত থাকবেন বলেই আমরা আশা করি। এটা অস্বীকার করা যাবে না যে রাজনৈতিকভাবে আমরা চরম বিভাজিত এক জাতি। এত দিন এটা বলা হতো দুই ভাগে বিভাজিত জাতির এক ভাগের নেতৃত্বে আওয়ামী লীগ, আরেক ভাগ বিএনপির নেতৃত্বে। তৃতীয় একটি শক্তির কথা বলা হলেও তা যে অতি দুর্বল, সেটা নিয়েও বিতর্কের অবকাশ নেই। আওয়ামী লীগ এখন পরাজিত শক্তি। তাহলে বিএনপি কি বিজয়ী? না। ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মানুষ দেখতে চাইবে সত্যিকার নির্দলীয় ভূমিকায়। আওয়ামী লীগ সরকার মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছিল, বলপ্রয়োগের মাধ্যমে ভিন্নমত দলনে উঠেপড়ে লেগেছিল। নতুন সরকার নিশ্চয়ই সেই পথ অনুসরণ করবে না। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বলা হচ্ছে, এবারের ছাত্র-জনতার অভ্যুত্থান নাকি দ্বিতীয় স্বাধীনতা। তাহলে প্রথম স্বাধীনতা নিশ্চয়ই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। প্রথম স্বাধীনতা দেশবাসীর যেসব স্বপ্ন অপূর্ণ রেখেছে, দ্বিতীয় স্বাধীনতা সেগুলো পূর্ণ করবে। নবীন-প্রবীণের সমন্বয়ে যে উপদেষ্টা পরিষদ বা সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অগ্রাধিকারের তালিকায় নিশ্চয়ই থাকবে মানুষের প্রত্যাশা পূরণ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধ করেছে, তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অরাজকতার বিষবাষ্প যে-ই ছড়াবে, বিজয়ী ছাত্র-জনতাসহ মুক্ত মানসিকতার মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি তাদের ব্যর্থ করে দেবে।
আমরা চাই, প্রতিহিংসা ও হানাহানি পরিহার করে শাস্তি, সম্প্রীতি ও সহাবস্থানের নীতি কার্যকর হোক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪