Ajker Patrika

বাজারে শীতের সবজি বেশি দামে খুশি চাষি

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ৩৭
Thumbnail image

জামালগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। মৌসুমের আগাম সবজি কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। শুরুতে সবজির দাম বেশি পাওয়ার আশায় চাষিরাও ব্যস্ত সবজি পরিচর্যা ও তোলার কাজে। এদিকে আগাম সবজির অশানুরূপ দাম পেয়ে খুশি চাষিরাও। ফলন ভালো হওয়ায় স্বস্তি তাঁদের। তবে সব ধরনের সবজি এখনো আসেনি বাজারে।

সদর ইউনিয়নের মান্নান ঘাটের সবজি চাষি শফিকুল ইসলাম বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে বাজারে সব ধরনের সবজি সরবরাহ করা হবে। শীতকালীন সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত।’

উপজেলার সাচনা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে-বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, শিমসহ বিভিন্ন ধরনের শীতকালীন শাক-সবজি উঠেছে। তবে দাম আকাশ ছোঁয়া। বাজারে সবজি দেখে ক্রেতারা খুশি হলেও চড়া দামে চোখ কপালে উঠার মতো অবস্থা।

সাচনা বাজারে সবজি কিনতে আসা আলী আমজাদ বলেন, ‘শীতকালীন প্রায় অনেক সবজি এখন বাজারে পাচ্ছি। কিন্তু সবজির দাম অনেক বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকা, বাঁধা কপি ৮০ টাকা, টমেটো ১৫০ টাকা কেজিতে। দাম নিয়ন্ত্রণে না এলে স্বস্তি মিলবে না।’

সবজি বিক্রেতা মো. দেলোয়ার হোসেন বলেন, এখন মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। স্থানীয় সবজিগুলো পুরোদমে বাজারে আসলে কয়েকদিনের মধ্যেই এই সবজির দাম কমে আসবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত