সম্পাদকীয়
শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকারের অধীন হয়ে পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট সরকারের পতন হলে থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটসহ সহিংস ঘটনা ঘটে। নিজেদের নিরাপত্তার জন্য দিশেহারা হয়ে পড়েন পুলিশ সদস্যরা। জীবনের নিরাপত্তার কথা ভেবে তাঁরা থানা ছেড়ে চলে যান। এই পরিস্থিতিতে ভেঙে পড়ে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় ডাকাত-আতঙ্কে রাত জেগে নিজ বাড়িঘর, সম্পত্তি পাহারা দেন এলাকাবাসী। জনগণ নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অনেক জায়গায় পুলিশ সদস্যরা থানায় ফিরলেও এখনো পূর্ণোদ্যমে তাঁদের কার্যক্রম শুরু হয়নি। এদিকে ৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলেও পুলিশ বাহিনীর সদস্যরা মনে করছেন, সাধারণ মানুষের কাছে এখনো তাঁদের গ্রহণযোগ্যতা নেই, রাস্তায় নামলেই উপহাসের শিকার হতে পারেন। কয়েক দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন একজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পরদিন সংবাদ সম্মেলন করে সব পুলিশ সদস্যকে নিজ নিজ ইউনিটে ফেরার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। কিন্তু তাতেও খুব বেশি সাড়া মেলেনি।
পরিতাপের বিষয়, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তখন সেই দল পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। নিজেদের সুবিধার্থে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর ভেতরে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেছেন সব আমলেই। সরকার পুলিশকে নিজেদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারাও নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় থাকা সরকারের হয়ে অধস্তনদের ব্যবহার করেছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ যেন পুলিশ বাহিনীর সাধারণ সদস্যদের আর করতে বাধ্য করা না হয়, সে জন্য তাঁরা ৯ দফা দাবি জানিয়ে ৬ আগস্ট কর্মবিরতির ঘোষণা দেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ পুলিশ সদস্যরা যে অভিযোগ তুলেছেন, তা অনেকাংশে সঠিক। পুরো পুলিশ বাহিনীই সিস্টেমের ক্রীতদাসের ভূমিকা পালন করেছে, তা অস্বীকার করার সুযোগ নেই। থানায় ফিরতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশ সদর দপ্তর নির্দেশনা দিয়েছে। কমিটির প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা ঘটানো।
জনরোষের শিকার হওয়া যেকোনো পুলিশের কাছে কর্মস্থলে ফেরার আগে মানসিক স্থিতিশীলতা জরুরি। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবার আগে প্রয়োজন মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এখন দেশে যে সংস্কারের কথা উঠেছে, সেখানে রাষ্ট্রের সব সেক্টরে সংস্কার করা দরকার। সেই সংস্কারের জোয়ারে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে। ‘পুলিশ জনগণের বন্ধু’—এ কথাটির যথার্থতা পালনের সময় এখনই। সেটা হলে পুলিশ বাহিনীর ওপর সাধারণ মানুষের ক্ষোভ থাকবে না।
শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকারের অধীন হয়ে পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট সরকারের পতন হলে থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটসহ সহিংস ঘটনা ঘটে। নিজেদের নিরাপত্তার জন্য দিশেহারা হয়ে পড়েন পুলিশ সদস্যরা। জীবনের নিরাপত্তার কথা ভেবে তাঁরা থানা ছেড়ে চলে যান। এই পরিস্থিতিতে ভেঙে পড়ে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় ডাকাত-আতঙ্কে রাত জেগে নিজ বাড়িঘর, সম্পত্তি পাহারা দেন এলাকাবাসী। জনগণ নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অনেক জায়গায় পুলিশ সদস্যরা থানায় ফিরলেও এখনো পূর্ণোদ্যমে তাঁদের কার্যক্রম শুরু হয়নি। এদিকে ৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলেও পুলিশ বাহিনীর সদস্যরা মনে করছেন, সাধারণ মানুষের কাছে এখনো তাঁদের গ্রহণযোগ্যতা নেই, রাস্তায় নামলেই উপহাসের শিকার হতে পারেন। কয়েক দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন একজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পরদিন সংবাদ সম্মেলন করে সব পুলিশ সদস্যকে নিজ নিজ ইউনিটে ফেরার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। কিন্তু তাতেও খুব বেশি সাড়া মেলেনি।
পরিতাপের বিষয়, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তখন সেই দল পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। নিজেদের সুবিধার্থে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর ভেতরে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেছেন সব আমলেই। সরকার পুলিশকে নিজেদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারাও নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় থাকা সরকারের হয়ে অধস্তনদের ব্যবহার করেছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ যেন পুলিশ বাহিনীর সাধারণ সদস্যদের আর করতে বাধ্য করা না হয়, সে জন্য তাঁরা ৯ দফা দাবি জানিয়ে ৬ আগস্ট কর্মবিরতির ঘোষণা দেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ পুলিশ সদস্যরা যে অভিযোগ তুলেছেন, তা অনেকাংশে সঠিক। পুরো পুলিশ বাহিনীই সিস্টেমের ক্রীতদাসের ভূমিকা পালন করেছে, তা অস্বীকার করার সুযোগ নেই। থানায় ফিরতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশ সদর দপ্তর নির্দেশনা দিয়েছে। কমিটির প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা ঘটানো।
জনরোষের শিকার হওয়া যেকোনো পুলিশের কাছে কর্মস্থলে ফেরার আগে মানসিক স্থিতিশীলতা জরুরি। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবার আগে প্রয়োজন মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এখন দেশে যে সংস্কারের কথা উঠেছে, সেখানে রাষ্ট্রের সব সেক্টরে সংস্কার করা দরকার। সেই সংস্কারের জোয়ারে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে। ‘পুলিশ জনগণের বন্ধু’—এ কথাটির যথার্থতা পালনের সময় এখনই। সেটা হলে পুলিশ বাহিনীর ওপর সাধারণ মানুষের ক্ষোভ থাকবে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪