Ajker Patrika

তেঁতুলিয়ায় গমের ফলন ভালো, দামে হতাশ চাষি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯: ০৯
Thumbnail image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গমের ফলন ভালো হয়েছে। গম কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় করছেন কৃষকেরা। কিন্তু ন্যায্য দাম না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন অনেক কৃষক।

উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকেরা জমি থেকে গম কেটে মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে বাজারে গম বিক্রি করে বাড়িতে ফিরছেন। কিন্তু গত বছরের তুলনায় খরচ বেশি ও বাজারে গমের প্রত্যাশিত দাম না পেয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এই বছর উপজেলার ৭ ইউনিয়নে গমের ফলন ভালো হয়েছে। চলতি বছরে তেঁতুলিয়ায় ৫ হাজার ১১০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে। কৃষি অফিস থেকেও কৃষকদের গমের বীজ ও সার দিয়ে সহযোগিতা করা হয়েছে।

কৃষকেরা জানান, চলতি মৌসুমে গমের বীজ, সার-কীটনাশক, ডিজেল, সেচ ও শ্রমিকের মজুরি বেড়েছে দ্বিগুণ, গম কাটা ও মাড়াইয়ের খরচও বেড়েছে। অন্যদিকে বাজারের প্রতি মণ গম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা দরে। যা গতবার ছিল ৯৫০ থেকে ১ হাজার টাকা।

উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়া পাড়া এলাকার কৃষক হাবিবর রহমান বলেন, ‘আমি ২ একর জমিতে গম চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। গত বছরের তুলনায় খরচ বেশি হয়েছে। কিন্তু বাজারে গমের দাম নেই।’

এ বিষয়ে উপজেলায় গমের পাইকারি ব্যবসায়ী আলম হোসেন বলেন, ‘গম কেবলমাত্র মাড়াই শুরু হয়েছে। বাজারে যে গম আসছে এর বেশির ভাগ কাচা ও ভেজা। গমের দাম আরও বৃদ্ধি পাবে। তবে বাজারে গমের ওপর দাম নির্ভর করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত