Ajker Patrika

দেওয়ানগঞ্জে চোরের উপদ্রব

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ২৭
দেওয়ানগঞ্জে চোরের উপদ্রব

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরে চোরের উপদ্রব দেখা দিয়েছে । গত এক সপ্তাহের ব্যবধানে পৌর শহরের তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। হঠাৎ চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী। একটি চুরির সূত্রও এখন পর্যন্ত উদ্‌ঘাটন করতে পারেনি থানা-পুলিশ।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পৌর শহরে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

জানা যায়, গত ১২ ডিসেম্বর পৌর শহরের ডালবাড়ী এলাকায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আ ক ম ইনছান আলীর বাসায় চুরি হয়। সন্ধ্যার পরপরই এমন চুরির ঘটনাটি ঘটেছে বলে জানান ইনছান আলীর ছেলে ব্যাংক কর্মকর্তা আশরাফুল হাসান।

তিনি বলেন, মা একা বাড়িতে থাকেন। আমি আর আমার ছোট ভাই চাকরির সুবাদে ঢাকায় থাকি। ঘটনার দিন রোববারে আমরা ছুটিতে দেওয়ানগঞ্জের পৌর শহরের বাড়িতেই ছিলাম। সেদিন মাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। কয়েক ঘণ্টা বাসা খালি ছিল। বাসায় ফিরেছি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। বাসায় ফিরে দেখি বাসার সদর দরজা ভেতর থেকে বন্ধ। খেয়াল করে দেখি ঘরের জানালার গ্রিল কাটা। ঘরের ভেতরে গিয়ে দেখি ঘরের সকল আলমারি, ড্রয়ার খোলা পরে আছে।

তিনি বলেন, বাড়িতে ঘরের আসবাবপত্র তৈরির কাজ চলছিল। আসবাবপত্র তৈরির জন্য ঘরে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিল। চোরেরা আলমারির তালা ভেঙে টাকা নিয়ে গেছে। এ ছাড়া আমার মায়ের ব্যবহৃত প্রায় ৪ ভরি স্বর্ণ নিয়ে গেছে ।

আশরাফুল হাসান বলেন, চুরির বিষয়টি জানিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু এখনো কোনো কূলকিনারা হয়নি। এদিকে প্রায় একই সময়ে গত ১৫ ডিসেম্বর পৌর শহরের মাস্টার পাড়ায় মলমগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়ারেছের বাসায় চুরি হয়েছে। এখানেও চোরেরা বাসার প্রাচীর টপকিয়ে ঘড়ের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বলে জানান ওয়ারেছ।

তিনি বলেন, আমার স্ত্রী আর আমি এই বাসাতে থাকি। ঘটনার দিন স্ত্রী ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যায়। আমি সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে দেওয়ানগঞ্জ বাজারে যাই। বাসায় ফিরি আনুমানিক সাড়ে ৭টার সময়। এসে দেখি জানালার গ্রিল কাটা। ঘরের সকল আসবাবপত্র এলোমেলো।

চোরেরা ঘরের আলমারির তালা ভেঙে স্ত্রীর প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে। তিনি বলেন, চুরির ঘটনা জানিয়ে মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।

গত ১৪ ডিসেম্বর পৌর শহরের সূত্রধর পাড়ায় একেএম কলেজের সাবেক অধ্যাপক হরলাল সূত্রধরের বাসাতেও চুরির ঘটনা ঘটে।

সেদিন হরলাল সূত্রধর পরিবারসহ বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে শহরে এত চুরির ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে স্থানীয়রা। অনেকেই সন্ধ্যার পরে বাসা খালি রেখে বাইরে বের হতে ভয় পাচ্ছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, গত কয়েক দিনে পৌর শহরে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। ইতিপূর্বে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি।

চুরির ঘটনাগুলো স্থানীয় চোরদের কাজ নাকি বাইরের সংঘবদ্ধ চোরদল এমনটা ঘটাচ্ছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত