হল মালিক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছর বাংলাদেশে শুরু হয়েছে বলিউড সিনেমার প্রদর্শনী। সিনেমাগুলো সাফটা চুক্তির আওতায় আমদানি হয় দেশে। এবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশি সিনেমা মুক্তির খবর এল। তবে সিনেমা হলে নয়, সেখানকার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাগুলো। এরই মধ্যে ‘আলট্রা ইন্ডিয়া’ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে গত মার্চে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি হিন্দিতে ডাবিং করে মুক্তি দেওয়া হয়। ইতিমধ্যে সিনেমাটির ভিউ ৬০ লাখ ছাড়িয়েছে। আরও সিনেমা মুক্তির প্রক্রিয়া চলছে। সব সিনেমাই মুক্তি দেওয়া হবে হিন্দিতে ডাবিং করে।
মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান এনফিক্সস প্রাইভেট লিমিটেড এরই মধ্যে বাংলাদেশের ছয়টি সিনেমার হিন্দি ডাবিংয়ের ডিজিটাল স্বত্ব কিনেছে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এনফিক্সস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি চলচ্চিত্র পরিচালক ফয়সাল আহমেদ। স্বত্ব কেনা সিনেমাগুলো হলো ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২’, ‘শান’, ‘তালাশ’ ও ‘লোকাল’। জানা গেছে, এসব সিনেমার পাশাপাশি আরও বেশ কিছু সিনেমার ডিজিটাল স্বত্ব কেনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘বাংলাদেশের মিশন এক্সট্রিম সিনেমাটি দুবাইতে মুক্তি পেয়েছিল। ওই সময় তারা সিনেমাটির ট্রেলার দেখেছিল। এরপর আমার সঙ্গে যোগাযোগ করে তারা বাংলাদেশে আসে। বিষয়টি নিয়ে দেশের বেশ কয়েকজন প্রযোজকের সঙ্গে তাদের মিটিং হয়। সেই মিটিংয়েই সিনেমা কেনার বিষয়ে কথা বলে তাঁরা।’
ভারতের ‘আলট্রা ইন্ডিয়া’র পাশাপাশি আমাজন প্রাইমেও সিনেমাগুলো মুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফয়সাল। হিন্দিতে বাংলাদেশি সিনেমা ডাবিং করে চালানোর এ প্রক্রিয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন অনেকেই। তাঁদের মতে, এর ফলে বাংলাদেশি সিনেমার আয় বাড়ার পাশাপাশি দেশের বাইরে শিল্পীদের পরিচিতি বাড়বে।
হল মালিক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছর বাংলাদেশে শুরু হয়েছে বলিউড সিনেমার প্রদর্শনী। সিনেমাগুলো সাফটা চুক্তির আওতায় আমদানি হয় দেশে। এবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশি সিনেমা মুক্তির খবর এল। তবে সিনেমা হলে নয়, সেখানকার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাগুলো। এরই মধ্যে ‘আলট্রা ইন্ডিয়া’ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে গত মার্চে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি হিন্দিতে ডাবিং করে মুক্তি দেওয়া হয়। ইতিমধ্যে সিনেমাটির ভিউ ৬০ লাখ ছাড়িয়েছে। আরও সিনেমা মুক্তির প্রক্রিয়া চলছে। সব সিনেমাই মুক্তি দেওয়া হবে হিন্দিতে ডাবিং করে।
মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান এনফিক্সস প্রাইভেট লিমিটেড এরই মধ্যে বাংলাদেশের ছয়টি সিনেমার হিন্দি ডাবিংয়ের ডিজিটাল স্বত্ব কিনেছে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এনফিক্সস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি চলচ্চিত্র পরিচালক ফয়সাল আহমেদ। স্বত্ব কেনা সিনেমাগুলো হলো ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২’, ‘শান’, ‘তালাশ’ ও ‘লোকাল’। জানা গেছে, এসব সিনেমার পাশাপাশি আরও বেশ কিছু সিনেমার ডিজিটাল স্বত্ব কেনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘বাংলাদেশের মিশন এক্সট্রিম সিনেমাটি দুবাইতে মুক্তি পেয়েছিল। ওই সময় তারা সিনেমাটির ট্রেলার দেখেছিল। এরপর আমার সঙ্গে যোগাযোগ করে তারা বাংলাদেশে আসে। বিষয়টি নিয়ে দেশের বেশ কয়েকজন প্রযোজকের সঙ্গে তাদের মিটিং হয়। সেই মিটিংয়েই সিনেমা কেনার বিষয়ে কথা বলে তাঁরা।’
ভারতের ‘আলট্রা ইন্ডিয়া’র পাশাপাশি আমাজন প্রাইমেও সিনেমাগুলো মুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফয়সাল। হিন্দিতে বাংলাদেশি সিনেমা ডাবিং করে চালানোর এ প্রক্রিয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন অনেকেই। তাঁদের মতে, এর ফলে বাংলাদেশি সিনেমার আয় বাড়ার পাশাপাশি দেশের বাইরে শিল্পীদের পরিচিতি বাড়বে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪