Ajker Patrika

সালথায় ১৮ বছর পর সরকারি রাস্তা উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২: ১৩
সালথায় ১৮ বছর পর সরকারি রাস্তা উদ্ধার

ফরিদপুরে সালথায় ১৮ বছর ধরে প্রভাবশালীর দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সালথা বাজারের হাইস্কুল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতার। এ সময় সার্ভেয়ার, তহসিলদার ও সালথা থানা-পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা বাজারের সরকারি রাস্তা দখল করে স্থানীয় ভাওয়াল গ্রামের জাফর মুন্সি দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। খবর পেয়ে তৎকালীন সালথার সাবেক ইউএনও মোহাম্মদ হাসিব সরকার দোকানঘর বন্ধ করে দেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জাফর মুন্সী আবার দোকান খুলে ভাড়া দেন। পরবর্তী প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, ১৮ থেকে ২০ বছর ধরে সরকারি রাস্তা দখল করে দোকানঘর দেওয়ায় আমাদের চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। আমরা এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ জানিয়েছি সরকারি রাস্তাটি দখলমুক্ত করে চলাচল উপযোগী করার জন্য।

এ বিষয়ে দোকানঘর নির্মাণকারী ঘর মালিক জাফর মুন্সী বলেন, ‘এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এখানে কিছু সরকারি ও কিছু মালিকানা সম্পত্তি রয়েছে। আমার দলিল ও পিট দলিল রয়েছে। আমি সালথার সাবেক ইউএনও সারের অনুমতি নিয়েই পুনরায় দোকান খুলেছি।’

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, ম্যাপ দেখে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দেখা যায় সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণের ফলে বাজার দিয়ে চলাফেরা করতে মানুষের খুব কষ্ট হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পর্যায়ক্রমে বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত