Ajker Patrika

সেই মেয়রের মুক্তির দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
সেই মেয়রের মুক্তির দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত ও কারাবন্দী মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় পৌর শহরের গেইটপাড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তারেকুজ্জামান তারেক।

বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সাবু, দেওয়ানগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. মাসুদ, বেলতলী বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. খোকন মিয়া, সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেন দেলু, মেরাজ প্রমুখ। এ সময় বক্তারা মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও স্বপদে পুনর্বহালের দাবি জানান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সাবু বলেন, ‘মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাটি পূর্ব পরিকল্পিত। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পৌর মেয়রের নাম ঘোষণায় বিলম্ব করতে থাকেন। এতে মেয়র মেয়রের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে প্রতিবাদ করেন। এই ঘটনাকে মেহেরুল্লাহ ভিন্ন ঘাতে প্রভাবিত করেন। নির্বাচিত মেয়রের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন।’

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের নাম দেরিতে ঘোষণা করেন উপস্থাপক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ ঘটনায় ওই শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে বহিষ্কার করে আওয়ামী লীগ। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত