Ajker Patrika

ভ্রাম্যমাণ রেলওয়ে জাদুঘর দেখতে দর্শনার্থীর ভিড়

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ভ্রাম্যমাণ রেলওয়ে জাদুঘর দেখতে দর্শনার্থীর ভিড়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভ্রাম্যমাণ রেলওয়ে জাদুঘরটি এখন জামালপুরের দেওয়ানগঞ্জে। ভ্রাম্যমাণ এ জাদুঘর পরিদর্শন করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে উপজেলার শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।

জানা গেছে, গত শুক্রবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে জাদুঘরটি দেওয়ানগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় জাদুঘরটি।

সরেজমিনে দেখা গেছে, জাদুঘর পরিদর্শন করতে আসা দর্শনার্থীদের ব্যাপক ভিড়। এ সময় কথা হয় পৌর শহরের বাসিন্দা মেহেরুন নাহারের সঙ্গে। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে জাদুঘর পরিদর্শনে এসেছি। জাদুঘর পরিদর্শন করে খুব ভালো লাগছে। এখানে এসে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারলাম।’

শিক্ষক নিপেন চন্দ্র দাস বলেন, জাদুঘরের ভেতরের পরিবেশটা বেশ সুন্দর। একেবারে দোরগোড়ায় এ জাদুঘরটি আসাতে অনেকেই দেখার সুযোগ পাচ্ছে। জাতির পিতার শৈশব, কৈশোরসহ নানা বিষয়ে জানতে পারছে মানুষ।

দেওয়ানগঞ্জ রেলস্টেশন মাস্টার আবদুল বাতেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে জাদুঘর পরিদর্শন করতে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। জাদুঘর-সংবলিত ট্রেনটি এই স্টেশনে অবস্থানের খবরে দেখতে প্রতিদিনই উপজেলার দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। আগামী বুধবার সকালে জাদুঘর-সংবলিত ট্রেনটি সরিষাবাড়ী রেলস্টেশনের উদ্দেশে দেওয়ানগঞ্জ স্টেশন ছেড়ে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত