Ajker Patrika

ডিবি পরিচয়ে শিক্ষকের বাসায় ডাকাতি

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ৩২
ডিবি পরিচয়ে শিক্ষকের বাসায় ডাকাতি

নরসিংদীর পলাশে ডিবি পরিচয়ে তল্লাশির নামে এক সাবেক প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ওই বাড়ি থেকে ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

মো. আবুল কাশেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক। আবুল কাশেম পলাশ সদর মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে দুই বছর আগে অবসর নিয়েছিলেন।

মো. আবুল কাশেম ও তাঁর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ছয়জন ব্যক্তি এই বাড়িতে এসে দরজা ধাক্কাতে থাকে। এ সময় তারা নিজেদের ডিফেন্সের লোক পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। তখন তারা মাদক থাকার কথা বলে বাড়ি তল্লাশি করতে চায়। দরজা খুললে তারা বাড়িতে ঢুকে ঘরের সবকিছু এলোমেলো করে তল্লাশি চালাতে থাকে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের নারী সদস্যসহ সবাইকে বেঁধে ফেলা হয়। পরে তারা বাসা থেকে প্রায় ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যান পরিবারের সবাই। ঘোর কাটতেই পলাশ থানা-পুলিশকে ফোন করে ঘটনা জানান পরিবারের সদস্যরা। খবর শুনে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হতে থাকেন। পরে রাত আটটার দিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এই ঘটনায় পরিবারটির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়।

জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘সন্ধ্যার দিকে ঘটে যাওয়া এই ঘটনা ডাকাতি কি না, তা আমরা নিশ্চিত নই। পরিকল্পিতভাবে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার জন্যও তাদের আশপাশের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত