Ajker Patrika

মিঠাপুকুরে সবজির বাজারে স্বস্তি নেই

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩২
মিঠাপুকুরে সবজির বাজারে স্বস্তি নেই

মিঠাপুকুরে সবজির বাজারে ভোক্তাদের জন্য স্বস্তি উধাও হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে আলু ও কচু ছাড়া সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কয়েক গুণ।

গতকাল সোমবার উপজেলা সদর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটোল ১০ টাকার জায়গায় ৪০ টাকা, ৩০ টাকার করলা ৬০ টাকা, ২০ টাকার বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ২০ টাকার ঢ্যাঁড়স ৬০ টাকা ও ২০ টাকার বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কেজিপ্রতি শিম ১৬০, গাজর ১৬০, টমেটো ১৬০, শসা ৬০ ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আর ২০ থেকে ৩০ টাকা মূল্যের প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকা, ১৫ থেকে ২০ টাকার পানি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা ও পাঁচ টাকা আঁটির লাল শাক ১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সবজির বাজারে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মরিয়ম আক্তার বৃষ্টির সঙ্গে। তিনি বলেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট বাজেট দিয়ে মাস পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়েছে।

হোস্টেলে থাকা ছাত্রী হালিমা আক্তার জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে পরিমাণ দাম বেড়েছে, তাতে খাওয়া কমে দিয়েছেন। কারণ মা-বাবার কাছে বেশি টাকা চাইতে নিজের কাছেই খারাপ লাগে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা আনোয়ারুল ইসলাম বলেন, আগের তুলনায় বিক্রি কমে গেছে। আর কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা মুনাফা না করলে পুঁজিই থাকবে না। কারণ শাকসবজি এক দিনে বিক্রি না হলে অর্ধেকই পচে যায়।

আরেক ব্যবসায়ী আরিফুল জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনার কারণে তাঁদেরও দাম বাড়াতে হচ্ছে।

সবজির ব্যবসা করে কিছুই করা যায় না বলে দাবি অপর ব্যবসায়ী আবুল হোসেনের। তিনি জানান, মুনাফা হয় ঠিকই, কিন্তু যে পরিমাণ নষ্ট সেই পরিমাণ আয় থাকে না।

তবে কাশিপুর গ্রাম থেকে আসা ক্রেতা আবদুল লতিফ বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম কম। কিন্তু খুচরা বাজারে দাম কমে না।

এদিকে উপজেলায় বেড়েছে মাছ, মুরগি, ডিম, ডাল, তেল ও চিনির দাম। মুদি দোকানি নুর আলম জানান, প্রতি কেজি চিনিতে ১০ টাকা, মসুর ডালে ২০ টাকা, আটায় আট টাকা ও প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা দাম বেড়েছে। তিনি আরও জানান, খাদ্য সামগ্রী ছাড়াও সাবান ও ডিটারজেন্ট পাউডারসহ অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত