কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ার হারাগাছে রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করার সময় মেনাজ বিড়ির দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে রাজস্ব বিভাগ। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার পৌরসভার জয়বাংলা এলাকা থেকে বিড়িবোঝাই পিকআপ ভ্যানসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেন হারাগাছ পূর্ব খয়রাটারী গ্রামের রাজু মিয়া (৩২) ও ভেতরকুঠি গ্রামের মাইদুল ইসলাম (৩৮)। তাঁরা মেনাজ বিড়ি কারখানার কর্মচারী। এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মেনাজবাজার এলাকার আশরাফুল ইসলাম রিপন অনেক দিন রাজস্ব ফাঁকি দিয়ে মেনাজ বিড়ি উৎপাদন করছিলেন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে উৎপাদন করা এসব বিড়ি বাজারজাত করার জন্য পরিবহন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কাস্টমসের হারাগাছ সার্কেল অভিযান চালিয়ে হারাগাছ জয় বাংলাবাজার এলাকায় একটি পিকআপ আটক করে। পরে এটি তল্লাশি চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৫ লাখ শলাকা মেনাজ বিড়ি ও ১ লাখ ৬৫ হাজার ২৪০ টাকার ২০ হাজার ৪০০টি নকল ব্যান্ডরোল এবং ২২ হাজার ৫২৫টি স্টিকার জব্দ করা হয়। এ সময় মেনাজ বিড়ির গাড়িচালক ও লাইনম্যানকে আটক করা হয়।
ওসি রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবু নোমান বাদী হয়ে বৃহস্পতিবার বিড়ি কারখানার মালিক আশরাফুল ইসলাম রিপনসহ দুজনের নামে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা বিড়ি ও পিকআপ গাড়ি কাস্টমসের রংপুর অফিসের হেফাজতে রয়েছে।’
এদিকে বিড়ি কারখানার মালিকের পরিবার জানায়, সরকারি কোষাগারে রাজস্ব দিয়ে তাঁরা কারখানা পরিচালনা করে আসছেন। জব্দ করা ব্যান্ডরোল আসল, নকল নয়।
রংপুরের কাউনিয়ার হারাগাছে রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করার সময় মেনাজ বিড়ির দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে রাজস্ব বিভাগ। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার পৌরসভার জয়বাংলা এলাকা থেকে বিড়িবোঝাই পিকআপ ভ্যানসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেন হারাগাছ পূর্ব খয়রাটারী গ্রামের রাজু মিয়া (৩২) ও ভেতরকুঠি গ্রামের মাইদুল ইসলাম (৩৮)। তাঁরা মেনাজ বিড়ি কারখানার কর্মচারী। এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মেনাজবাজার এলাকার আশরাফুল ইসলাম রিপন অনেক দিন রাজস্ব ফাঁকি দিয়ে মেনাজ বিড়ি উৎপাদন করছিলেন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে উৎপাদন করা এসব বিড়ি বাজারজাত করার জন্য পরিবহন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কাস্টমসের হারাগাছ সার্কেল অভিযান চালিয়ে হারাগাছ জয় বাংলাবাজার এলাকায় একটি পিকআপ আটক করে। পরে এটি তল্লাশি চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৫ লাখ শলাকা মেনাজ বিড়ি ও ১ লাখ ৬৫ হাজার ২৪০ টাকার ২০ হাজার ৪০০টি নকল ব্যান্ডরোল এবং ২২ হাজার ৫২৫টি স্টিকার জব্দ করা হয়। এ সময় মেনাজ বিড়ির গাড়িচালক ও লাইনম্যানকে আটক করা হয়।
ওসি রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবু নোমান বাদী হয়ে বৃহস্পতিবার বিড়ি কারখানার মালিক আশরাফুল ইসলাম রিপনসহ দুজনের নামে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা বিড়ি ও পিকআপ গাড়ি কাস্টমসের রংপুর অফিসের হেফাজতে রয়েছে।’
এদিকে বিড়ি কারখানার মালিকের পরিবার জানায়, সরকারি কোষাগারে রাজস্ব দিয়ে তাঁরা কারখানা পরিচালনা করে আসছেন। জব্দ করা ব্যান্ডরোল আসল, নকল নয়।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫